কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম
অল্ট বালাজিতে শুরু হয়েছে রিয়্যালিটি শো লকআপ’। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কঙ্গণা রানাউত। ‘লকআপ’ মানেই নিত্যনতুন বিতর্ক। কেউ নিজের জীবনের ডার্ক সিক্রেট সামনে আনেন তো কেউ প্রতিযোগীদের সঙ্গে জড়িয়ে পড়েন বিতর্কিত ঝমেলায়। এবার কঙ্গনার জেলে অন ক্যামেরায় ধরা দিল
সমকাম প্রেম। দুই মহিলা প্রতিযোগীর পরস্পরকে চুম্বনের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।
সেই জেরেই ফের সংবাদের শিরোনামে কঙ্গনার ‘লকআপ’।
আরও পড়ুন: মা হচ্ছেন ক্যাটরিনা? সোশ্যাল মিডিয়ায় তীব্র গুঞ্জন
আরও পড়ুন: অভিনয় ছেড়ে চা বানাচ্ছেন সুনীল গ্রোভার! যা দেখে হতবাক সকল অনুরাগী
সম্প্রতি ‘লকআপ’এ টাস্ক দেওয়া হয়েছে। বলা হয়েছে, 'নীল' দলের একজন 'কমলা' দলের যে কোনও একজনকে 'চুমু'
দিতে পারবে। যে সবচেয়ে বেশি চুমু পাবে সেই জিতবে এই টাস্ক। যদিও
চুমুর বদলে স্ট্যাম্প ব্যবহারের কথা বলা হয়। তবুও ওসব স্ট্যাম্পকে তোয়াক্কা না করে
অন ক্যামেরাতেই ওষ্ঠ মেলালেন দুই মহিলা প্রতিযোগী। ইরানি সুন্দরী মন্দনা করিমি 'লিপলক' করেন
রূপান্তরকামী সায়েশা শিন্ডের সঙ্গে।
শোতে এই কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে সায়শা বলেন, ‘আমার এখানে যাঁকে সবচেয়ে বেশি
আকর্ষণীয় লাগে সে হল মন্দনা।’ তারপর এগিয়ে আসেন মন্দনা এবং জড়িয়ে ধরেন সায়শাকে।
তারপরই ক্যামেরার সামনেই পরস্পর ঠোঁটে-ঠোঁটে মেলান সায়শা ও মন্দনা। সেই ভিডিওই এখন
ঘুরছে নেটপাড়ায়। সংশ্লিষ্ট ভিডিও ঘিরে জল্পনাও কম হয়নি। এই ভিডিয়ো সামনে আসতেই
অনেকের মনে প্রশ্ন ‘তাহলে কি সায়শা উভকামী’?
উল্লেখ্য,
সায়েশা শিন্ডে একজন ট্রান্স ওম্যান। তিনি ফ্যাশন জগতের পরিচিত মুখ।
সকলকে অবাক করে স্বপনীল শিন্ডে থেকে সায়শা হয়ে হন তিনি। শোতে অংশ নেওয়ার পরেই
সায়েশা বলেন, তিনি রূপান্তরকামীদের প্রতিনিধিত্ব করছেন।
ওদিকে কিছুদিন আগেই ‘লকআপ’র সঞ্চালিকা কঙ্গনাকে মন্দনা জানান, করোনা আবহে কোনও এক
বলিউডে এক নামজাদা পরিচালকের সঙ্গে লিভইন সম্পর্কে ছিলেন তিনি। সম্পর্কে থাকাকালীন
অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মন্দনা। জোর করে গর্ভপাত করান।
glIlmer
Mar 17, 2023 08:18 [IST]