ত্বকের মতো চুলের যত্ন করাটাও খুবই দরকার। না হলে অকালে চুল উঠে একেবারে
টাক পরে যাবে। যদিও আজকাল কার দিনে চুল ঝরে পড়ার সমস্যা সকলেরই রয়েছে। তাই প্রথম থেকেই
চুলের যত্নে প্রোটিন দরকার। তার জন্য ডিম হল খুবই উপকারী। বিশেষ করে স্বাস্থ্য ভাল
রাখতে ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞকেরা, ঠিক সেইভাবে চুলের স্বাস্থ্যও ভালো রাখে
ডিম। রুক্ষ, নির্জীব চুল সিল্কি ও সফ্ট করে তোলে, চুলের ঘনত্ব বাড়ায়। তবে কীভাবে ব্যবহার
করবেন তা জেনে নেওয়া দরকার।
ডিমের হেয়ার মাস্ক
আমরা হেনা করার সময়ে ডিম ব্যবহার করে থাকি। তবে এমনি সময়েও আপনি ডিমের
প্যাক ব্যবহার করতে পারেন। তার জন্য ডিম ফেটিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে
নিন ভালো করে। এরপর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন আধ ঘণ্টা। তারপর শ্যাম্পু করে
ফেলুন। এতে চুল হবে নরম ও জেল্লা বাড়বে। সঙ্গে চুলের বাড়বে ঘনত্ব।
ডিম এবং দই
টক দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে নিন। চুলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর
শ্যাম্পুর করে ফেলুন। চুলের উজ্জ্বলতা বাড়ায়। গোড়া মজবুত করে।
ডিম এবং অলিভ অয়েল
এক চামচ অলিভ অয়েলের সঙ্গে একটি ডিম ফেটিয়ে ভাল করে মিক্স করে নিন। তারপর
পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।