সম্প্রতি অনিল কপুর কন্যা প্রযোজক রিয়া কপুরের ১২ বছরের
প্রেম পূর্ণতা পেয়েছে। গত ১৪ অগস্ট করণ বুলানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
নিজের বিয়েতে একেবারে ছিমছাম সেজেও নজর কেড়েছিলেন রিয়া।
বিয়ে আর রিসেপশনের ছবি এতদিন নজর কেড়েছিল, এবার রিয়ার আফটার ওয়েডিং পার্টির ছবি শেয়ার করলেন তিনি। বিয়ের পর বন্ধুরা
মিলে রিয়ার বিয়ের জন্য পার্টির আয়োজন করেছিলেন। তাঁদের অভ্যর্থনায় আপ্লুত রিয়া।
তাই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের উদ্দেশ্যে অনিলনন্দিনী লেখেন, “আমি ওদের প্রতি ভালবাসা ভাষায় প্রকাশ করতে পারব না সর্বকালের সেরা
অভ্যর্থনা।”
বিয়ের সময় থেকেই নিজেকে ছকভাঙা সাজে সাজিয়েছিলেন রিয়া।
মুক্তো দিয়ে তৈরি ওড়না নজর কেড়েছিল সকলের। রিসেপশনে বন্ধু মাসাবা গুপ্তার ডিজাইন
করা পোশাকে সেজে উঠেছিলেন রিয়া। আর বন্ধুদের দেওয়া আফটার ওয়েডিং পার্টিতে
মেহেন্দির বদলে রিয়া তাঁর পা লাল আলতায় রাঙিয়েছিলেন। পরনে ছিল লাল টপ ও সাদা স্কার্ট, যেখানে লেখা। পোশাকটি ডিজাইন করেছিলেন আবু জানি, সন্দীপ
খোসলা।
সাদা, কালো, সোনালি
ছোট-বড় বেলুন দিয়ে সাজিয়ে রিয়া কাপুরের আফটার ওয়েডিং পার্টি সাজিয়ে তুলেছিলেন
তাঁর বন্ধুরা। একটি বেলুনে লেখা ছিল মিস্টার, অন্যটিতে
মিসেস। বন্ধুরাই রকমারি আইটেমে আয়োজন করেছিলেন ‘ক্যান্ডেল
লাইট ডিনার’-এর।