প্রত্যেক নারীদেরই প্রতিমাসে ঋতুস্রাবের সমস্যা দেখা যায়। কারও সময় মতো এটি হয় তো কারও আবার অনেক সময় মতো পিরিয়ড হয় না । প্রতিমাসেই প্রায় ডেট পেরিয়ে যায়। কিন্তু কিছুতেই সমস্যার কারণ খুঁজে পাচ্ছেন না। তবে অবশ্যই সময় মতো পিরিয়ড না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জেনে নিন মাসিক পিছিয়ে যাওয়ার কিছু বিশেষ কারণ-
১) মানসিক চাপ বা স্ট্রেস- অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেসের ফলে মাসিক পিছিয়ে যেতে পারে। যে মহিলাদের অতিরিক্ত মানসিক চাপ রয়েছে , তারাই এই সমস্যায় বেশি ভোগেন।
২)ওজন কম হওয়া- যাদের ওজন অত্যন্ত কম। তাদের মাসিক ঠিক সময়ে একেবারেই হয়না।
৩)ওজন বেড়ে যাওয়া- ওজন কমে যাওয়ার মত ওজন বেড়ে গেলেও মাসিক পিছিয়ে যেতে পারে। ওজন বেড়ে গেলে শরীরে ইস্ট্রোজেনের পরিমান বাড়তে থাকে যার ফলে মাসিকের ওপর প্রভাব পড়ে ।
৪) প্রিমেনোপজ-মেনোপজের বয়স সাধারণত ৫০ থেকে ৫২। কিন্তু বিভিন্ন কারণের ফলে সময়ের আগেই মেনোপজ হতে পারে যাকে প্রিমেনোপজ বলে।