আমাদের গৃহের সার্বিক সুখ ও সমৃদ্ধির নেপথ্যে কিয়দাংশে বাস্তুশাস্ত্রের
গুরুত্ব রয়েছে। বাস্তুমতে বেশ কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে সংসারের সমৃদ্ধি, শান্তি
কেউ রুখতে পারে না। তবে বেনিয়ম হলেই হতে পারে ক্ষতি। হয়তো আপনি জানেনও না আপনার দৈনন্দিন
জীবনের কিছু অভ্যাস আপনার ক্ষতির কারণ! যেমন আমরা অনেকেই ঘরে ঢোকার সময় যত্রতত্র জুতো
খুলে ঢুকে পড়ি। কেউ তো আবার জুতো পড়েই ঢুকে পড়েন, কেউ উলটে জুতো রাখেন- এসব অভ্যাস
কতটা প্রভাবিত করছে আপনার সংসারকে জানেন? এর ফলে চরম দারিদ্রতার মুখে পড়তে পারেন আপনি।
দেখে নিন সঠিক নিয়ম-
বাস্তু অনুসারে, আমরা প্রায়শই তাড়াহুড়ো করে যে কোনও জায়গায় চপ্পল খুলে
ফেলি। এটা করা থেকে বিরত থাকুন, না হলে ঘরে দারিদ্র্যতা আসবে। পরিবারের সদস্যদের আর্থিক
সমস্যায় পড়তে হতে পারে। বাস্তু অনুসারে, উত্তর বা পূর্ব দিকে জুতো ও চপ্পল খুলে ফেলা
উচিত নয়। উত্তর-পূর্ব দিকে জুতা রাখলে ঘরে মা লক্ষ্মী রাগ করেন। কারণ মা লক্ষ্মী এই
দিকে অধিষ্ঠান করেন। এছাড়া এই দিকে জুতা রাখলে নেতিবাচক শক্তি প্রবাহিত হয়।
আরও পড়ুন: মাঝে মধ্যেই পেট জ্বালা করে, এই সমস্ত রোগের লক্ষণ নয় তো
আরও পড়ুন: আর্থিক অবস্থা মজবুত করতে চান? প্রতি বৃহস্পতিবার এই কাজগুলি অবশ্যই করুন
বাস্তুশাস্ত্রে, ঘরে জুতা এবং চপ্পল রাখার সঠিক জায়গা হল জুতার আলমারি।
জুতা ও চপ্পলের আলমারি সবসময় দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। এই দিকে জুতা ও চপ্পল
রাখা বাস্তু অনুসারে সঠিক বলে মনে করা হয়। তা ছাড়া ঘরে ইতিবাচক শক্তি থাকে। তাই বাইরে
থেকে আসার পর জুতো ও চপ্পল দক্ষিণ-পশ্চিম দিকে খুলে ফেলাই ভাল।
বাস্তু অনুসারে, জুতা এবং চপ্পল কখনই উল্টো করে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র
অনুসারে, এটি বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া হয়।
সেই সঙ্গে ঘরের সুখ-শান্তিও চলে যায়। ঘরে রাখা চপ্পল ও জুতা উল্টে ধন সম্পদের পথ রুদ্ধ
করে।
এ ছাড়া বাড়ির প্রধান দরজায় জুতা ও চপ্পল খুলে ফেলা উচিত নয়। এটা শুভ
বলে মনে করা হয় না।