আর মাত্র দু’দিন, তারপরই মহালয়া, দেবীপক্ষের সূচনাকাল। এদিন সকালে কাকভোরে চারিদিকে
ধ্বনিত হবে মা দুর্গার আগমনী বার্তা। শোনা যাবে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’। বাঙালিদের কাছে
এই দিনটি বিশেষ তাৎপর্যবাহী। এদিন পিতৃপক্ষের অবসানও বটে। তাই এদিনের জ্যোতিষশাস্ত্র
ও বাস্তুশাস্ত্রেও বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয়া
নবরাত্রি। এই সময় খুবই শুভ গণ্য হয়। জ্যোতিষমতে এই দিন অতি পবিত্র একটি গাছ ঘরে আনার
পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। দেখে নিন কী গাছ আনবেন, কীভাবে তা রোপন করবেন তার
টিপস-
মহালয়ার পর দেবীপক্ষে ঘরে আনুন তুলসী গাছ। বলা হচ্ছে, দেবীপক্ষে বিজোড়
সংখ্যায় তুলসী গাছ পোঁতা খুবই লাভদায়ী। এতে সংসারে আসে সমৃদ্ধি।
আরও পড়ুন: মাত্র ৩০ টাকা খরচা করেই এবার পুজোয় হেয়ার প্যাক বানিয়ে ফেলুন, সঙ্গে চুল হবে আরও লম্বা ও মজবুত
আরও পড়ুন: আর্থিক অবস্থা মজবুত করতে চান? প্রতি বৃহস্পতিবার এই কাজগুলি অবশ্যই করুন
কোনদিকে রোপণ করবেন- তুলসী গাছ পুঁতে
ফেলুন উত্তর বা উত্তর পূর্ব দিকে। এতেই ঘরে সুখ শান্তি থেকে যাবে।
দেবীপক্ষে তুলসীগাছ
পোঁতার নিয়ম- দেবীপক্ষে তুলসী গাছ তিনটি বা পাঁচটি পুঁততে পারেন।
সন্ধ্যেয়ে তাকে প্রদীপ দেখাতে হবে।
এছাড়াও সন্ধ্যার পর তুলসী গাছে হাত না দিতে বলছেন শাস্ত্রজ্ঞরা। একাদশীতে
তুলসী পাতা না তোলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
যদি তুলসী গাছ কোনও ক্রমে মরেও যায়, তাহলে তা যত্রতত্র না ফেলে জলাশয়ে ফেলে
দেওয়ার পরামর্শ দিচ্ছেন।