বর্তমানে মিঠাই পরিবারে জমিয়ে
ভাইফোঁটার উৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রথমবার সিদ্ধার্থকে ফোঁটা দেবে তার
বোনেরা। মঙ্গলবারের পর্বে এমনটাই দেখবে দর্শক। তবে বুধবারের পর্বে মিঠাইভক্তদের
জন্য রয়েছে দারুন চমক।
মোদক বাড়িতে জমজমাট ভাইফোঁটার
অনুষ্ঠান। ভালোয় ভালোয় সম্পন্ন গোটা অনুষ্ঠান। কিন্তু এর মাঝেই মিঠাই-এর মাথায়
খেলে যায় দুষ্টু বুদ্ধি। তার বড় জা অর্থাৎ তোর্সাকে জব্দ করতে এবার নয়া ফন্দি
এঁটেছে মিঠাই। তবে এবার মিঠাইরানীর মোক্ষম অস্ত্র দেওর-বৌদির সম্পর্ক।
আরও পড়ুন: পর্দার 'রিনি'র জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট 'ঊর্মি'র
আরও পড়ুন: সর্বজয়ার বাড়িতে উকিল আনলেন মাথামোটা বিন্দ্রা, কিন্তু কেন?
মিঠাইয়ের বড় ননদ অর্থাৎ নন্দার
উদ্দেশে সে সকলের সমানেই বলে, ‘বলছি দিদি দেওরদের ভাইফোঁটা দেওয়া
যায় গো?’, মিঠাই-এর মুখে এ কথা শুনেই তো মূর্ছা যাওয়ার
জোগাড় তোর্সার। মিঠাই-এর বুধবারের এপিসোডে এমনই কিছু ধামাকা অপেক্ষা করছে,
যার ঝলক মঙ্গলবার রাতে টিভির পর্দায় দেখবে দর্শক। এই কথা শুনতেই তো
বিষম খায় ‘টেস’। হাঁ সিদ্ধার্থও, হল্লা পার্টির সদস্যরাও
চমকে যায় মিঠাইরানির মুখে এমন বুলি শুনে।
ছোটোবেল থেকে একসঙ্গে পড়াশোনা
করেছে ‘সিড’ ও তোর্সা। সেই সূত্রেই ‘সিডকে’ ভালবেসে ফেলে ‘টেস’। কিন্তু ঘটনা চক্রে
মিঠাইয়ের সঙ্গে বিয়ে নিজের অমতেই বিয়ে হয়ে যায় সিডের। যদিও এখন সে মন থেকে নিজের
স্ত্রী হিসাবে মেনে নিয়েছে ‘তুফানমেলকে’। কিন্তু সিদ্ধার্থের প্রতি টান কিছুতেই
কমছে না তোর্সার। এর মাঝে আচমকাই সোমকে বিয়ে করে মোদক বাড়ির বউমা হয়ে গৃহপ্রবেশ
করেছে সে। সম্পর্কে বৌদি হয় গেলেও ‘সিডের’ মোহ থেকে কিছুতেই বেড়তে পারে না ‘টেস’।
এদিকে মিঠাইয়ের কার্তিক ঠাকুরের ওপর কারও নজর আজকাল সহ্য হচ্ছে না ‘তুফানমেলের’।
তাই তাই বড়-জাকে উচিত শিক্ষা দিতে ভাইফোঁটার কথা উত্থাপণ করে মিঠাই।
তোর্সা বাড়িতে আসা থেকে তাঁকে
কৌশলে হ্যান্ডল করছে মিঠাই। সুযোগ বুঝে উচিত শিক্ষাও দিচ্ছে। ভাইফোঁটার বিষয়টাও
সেরকমই একটা চাল। তবে সিদ্ধার্থকে আদেও তোর্সা ভাইফোঁটা দেবে কিনা সেটা জানতে আরও
কয়েকঘন্টার অপেক্ষা তো করতে হবে।