ছোট পর্দার জনপ্রিয় মুখ তিথি বসু(Tithi Basu)। ‘মা’ সিরিয়ালে অভিনয়ের দৌলতে জনমানসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিথি। তাঁকে ঝিলিক নামেই মানুষ বেশি চেনেন। মা ধারাবাহিকের মাতৃহারা ছোট্ট মেয়েটির চরিত্রে অভিনয় করেছিল সে। তবে এখন আর তিনি ছোট্টটি নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীও নেহাত কম নয়। মাঝে মধ্যেই ছবি থেকে ভিডিও শেয়ার করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। প্রশংসাও পান। কিন্তু এবার একটি ভিডিও আপলোড করে ট্রোল্ড হলেন ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’।
সম্প্রতি তুমুল ভাইরাল কাঁচা বাদাম গানে নেচে নিজের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিথি। বাড়ির ছাদে হলুদ রঙের ছোট্ট টপ আর সাদা রঙের হট প্যান্ট পরেই এই গানে নেচেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘এবারে আর দেরি করিনি’। ব্যাস! ভিডিও শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল। আর অভিনেত্রীর নাচের ভঙ্গিমা নিয়ে কটাক্ষের ঝড় ওঠে নেটপাড়ায়।
তিথির এই নাচের ভিডিও দেখে অনেকেই তাঁর নাচের প্রশংসা করেছেন। তবে অনেকেই আবার ছুঁড়ে দিয়েছেন বাঁকা মন্তব্য। কমেন্ট বক্সে অনেকেই অশ্লীল মন্তব্য করেছেন তিথিকে নিয়ে। কারোর মতে, ‘একজন মেয়ে হয়ে সত্যি খুব লজ্জা লাগছে’। তো কেউ লিখেছেন, ‘নোংরামির আদর্শ উদাহরণ, ট্যালেন্ট না থাকলে এই গুলোই দেখাতে হবে’। এমন বহু অশালীন মন্তব্য ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। যদিও এই প্রথমবার এমনটা হয়নি এর আগেও বহুবার কটাক্ষ করে হয়েছে তাকে। তবে এপর্যন্ত কোনও দিনই নেটিজেনদের কটাক্ষ বা ট্রোল নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। স্বভাবতই এই বিষয়েও নীরব তিনি।