সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) মানেই যেন
দাদাগিরি। সে ২২ গজই হোক বা রিয়ালিটি শয়ের মঞ্চ সবেতেই মহারাজ স্ট্রেট ব্যাটিংয়ে
অভ্যস্ত। তাই যা মুখে তাই মনে তাঁর। আজ শনিবার ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ আরও একবার স্বমহিমায়। সদ্য সামনে এসেছে প্রোমো।
আরও পড়ুন: টিআরপির দৌড়ে জিততে কোমড় বাঁধলেন লীনা গঙ্গোপাধ্যায়
আরও পড়ুন: ১০০০ টাকা কেজি, মুরগির মাংস বিক্রি করছেন ধোনি
শনিবার দাদাগিরির মঞ্চে উত্তম কুমার থাকবেন আলোচনার কেন্দ্রে।
সেখানে প্রতিযোগী হিসেবে উপস্থিত থাকবেন ভাস্কর চট্টোপাধ্যায়, সোনালি চৌধুরীরা। প্রোমোতে প্রকাশ্য সোনালি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে
প্রশ্ন রাখবেন ‘শোলে’র গব্বর সিংয়ের
ভূমিকায় ক্রিকেট জগতের কোন মহারথিকে রাখতে চাইবেন দাদা। শুধু তাই নয়, পাশাপাশি শোলের অন্যান্য চরিত্র’র নির্বাচনও হয়
এদিন। যেমন জয় হবেন সৌরভ, ২২ গজের বীরু অর্থাৎ বীরেন্দ্র
শেওয়াগ পর্দারও বীরু, আর গব্বর হবেন অবশ্যই গ্রেগ চ্যাপেল।
চ্যাপেল জমানাতেই ভারতিয় জাতিয় দলের অধিনায়কত্ব
হারিয়েছিলেন সৌরভ। বাদ পড়েছিলেন দল থেকেও। তাই গ্রেগের সঙ্গে যে দাদার সম্পর্ক
মোটেই সুমধুর নয় তা অনেকেরই জানা। সোনালি চৌধুরির প্রশ্নের উত্তরে সৌরভ যে দারুণ
জবাব দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।