বিশাল বড় চমক আসছে ‘মিঠাই’ প্রেমীদের জন্য। চৈত্রের শেষেই সেই চমক নিয়ে হাজির হচ্ছে তুফানমেল আর
উচ্ছেবাবু। সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন প্রোমো, যা দেখে
চোখে জল মিঠাইপ্রেমীদের।
সবে সবে জমে উঠেছে সিড-মিঠাইয়ের প্রেম। তাঁরা যেন একে
অপরের পরিপূরক। মিঠাইয়ের কথায় পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে সিড। সিদ্ধেশ্বর
মোদকের নাম বড় করাই তাঁর এখন প্রধান লক্ষ্য। আর এক্ষেত্রে তাঁর বিজনেজ পার্টনার
মিঠাইরাণি। সদ্য হেলদি হেঁশেলে উচ্ছেবাবু সন্দেশ তৈরি করে জিতে এখন খবরের পাতায়
উঠেছে মিঠাইয়ের নাম। সিড তাতে বেজায় খুশি। দুজনে মিলে হাল ধরেছে মিষ্টির ব্যবসায়।
কিন্তু তারই মাঝে হবে ছন্দপতন! প্রোমো তো সেকথাই বলছে।
প্রোমোতে দেখা যাচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় সিডকে টিকা
দিচ্ছে মিঠাই। বলতে শোনা যাচ্ছে, ‘গোপাল সবসময় তোমার রক্ষা করুক’
উত্তরে সিডকে বলতে শোনা যায়, ‘আমাদের ব্যবসার
কে ক্ষতি করতে চাইছে, তাকে যেন খুঁজে বের করতে পারি’। তারপরই হাইরোডে সিডের গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি লড়ি। দেখা যায়
ঘটনাস্থলে ছুটে আসে মিঠাইসহ গোটা মোদক পরিবার। ক্রেনে করে লেক থেকে ভেঙে যাওয়া
গাড়িটা তোলা হলেও তাতে খুঁজে পাওয়া যায় না সিডের দেহ। মিঠাই তা দেখে বলে,
‘দাদু গোপাল ঠিক উচ্ছেবাবুকে আমার কাছে ফিরিয়ে দেবে।’
আরও পড়ুন: Dadagiri: শেষ হতে চলেছে দাদাগিরি, অপেক্ষা কয়েক দিনের
আরও পড়ুন: TRP: দ্যুতি-রাহুলের বিয়ের গল্পে বাজিমাত 'গাঁটছড়া'র, সেরা দশে ঠাই হল না 'গোধূলী আলাপ'র
এর পরের ঝলকেই দেখা যাচ্ছে, প্রোগ্রামের বড়
মঞ্চ। ঝকঝকে আলো। থিক থিক করছে লোক আর মঞ্চে রক গান গাইছে কেউ একজন। কালো চশমা,
মাথায় ব্যন্ড পরে। সেখানে পৌঁছেছে হল্লা পার্টির লোকজনেরা। সঙ্গে
মিঠাইও গিয়েছে। কে ওঠা, সিড না? মিঠাইও
বলে ওঠে, ‘উচ্ছেবাবু!’
এই প্রোমো শেয়ার হওয়ার সাথে সাথেই তো তাতে কমেন্টের হামলা।
একজন লিখেছেন, ‘উফফফফ কি প্রোমো… এখনও অবধি
বেস্ট প্রোমো। দেখার পর অজান্তেই কেঁদে ফেলেছি। কী হবে এবার। আশা করছি আমাদের জন্য
ভালো কিছুই অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘নতুন চমক আসছে ভালো কথা। কিন্তু আমাদের উচ্ছেবাবুকে এত কষ্ট দিলে কি
আমাদের ভালো লাগবে’। ‘এরকম চমক চাই না
বিশ্বাস করুন’, লিখেছেন আরেকজন।