সাগ্নিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা, দাবি সৌমির মা-বাবার।....
ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।....
এই সপ্তাহে সেই স্থান থেকে হাতছাড়া। তবে সেরা হল কে?
এবার অশোকনগরে হতে চলেছে Didi No.1 Audition, ফেসবুকে পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
ওদিকে হাড্ডাহাড্ডি লড়াই করে পঞ্চম স্থানে জায়গা করেছে মন ফাগুন, লক্ষ্মী কাকিমা সুপারস্টার আর আলতা ফড়িং। সকলের ঝুলিতেই রয়েছে ৬.৮ নম্বর।
আসল বিষয়টি এবার খোলসা করে বলা যাক।
সেটে নাকি চুটিয়ে প্রেম করছেন তাঁরা
এই ছবির মাধ্যমে হিন্দি সিনেমা জগতে নিজের যাত্রা শুরু করতে চলেছে দিতিপ্রিয়া।
পঞ্চম স্থানে একসঙ্গে রয়েছে তিনটে সিরিয়াল- স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’, এবং জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা’ ও ‘উমা’।
এই ধারাবাহিকের মাধ্যমে সিরিয়ালে হাতেখড়ি হতে চলেছে স্যান্ডির।
সম্প্রতি এমনই এক ঘটনার সম্মুখীন হতে হল সকল দর্শকদের।
সেরা দশে না থাকলেও ভাল ফল করেছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’।
শুধু ধারাবাহিকে নয় মিঠাইয়ের জীবনেও প্রবেশ করবে সে।
'শুধু কেরিয়ার… কাজ আর কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার'
সেই আবেগঘন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
কেউ কেউ বলছেন যৌথভাবে ঋষি-পিহু (মনফাগুন) জুটিও সেরা হয়েছে, তবে সেই নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি।
চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক ‘মিঠাই’র কলাকুশলীরা কে কত বেতন পান-
মিঠাই তা দেখে বলে, ‘দাদু গোপাল ঠিক উচ্ছেবাবুকে আমার কাছে ফিরিয়ে দেবে।
জুন পর্যন্ত এখন দাদাগিরি’র নবম মরসুমের শুটিং চলবে।
তাই তো চ্যানেল টপার হয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোদক পরিবার।
মাত্র দু’টি পর্ব শ্যুট করতে পেরেছেন অভিষেক-সংযুক্তা
এখানে ঋতবানের চরিত্রে দেখা যাবে বিক্রমকে এবং অনিন্দিতার চরিত্রে অভিনয় করবেন সোলাঙ্কি।
১৯৭১-এ ‘ছদ্মবেশী’ ছবিতে উত্তমকুমার সাদা পোশাকে গাড়ির চালকের ছদ্মবেশ নিয়েছিলেন।
কারণ নেটমাধ্যম ব্যবহারকারীরা ‘বধাই হো’-র পোস্টারে বলিউড অভিনেতাদের মুখ সরিয়ে সিংহ রায় এবং ভট্টাচার্য পরিবারের তিন ছেলেমেয়ের মুখ বসিয়ে দিয়েছেন।
মূলত একটি মেয়ের জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠবে সিরিয়ালে।
তবে এখানেই শেষ নয়, এই সমস্ত কাজ করে অর্থাৎ সংসার সামলিয়েও তাঁকে অফিসে বেড়োতে হয়েছে।
কলেজ-পড়াশোনা চাকরি দেখালেই তো পড়ে যায় টিআরপি।
কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
এবার খাতায় কলমে আলাদা হলেন তিয়াসা ও সুবান
এছাড়াও বিশিষ্ট অতিথিদের আসনে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী-সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।
সূত্রের খবর, সোনার সংসারে সেরা নায়ক এবং সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন সৌমিতৃষা কুন্ডু (মিঠাই) ও আদৃত রায় (সিদ্ধার্থ)।
তিনি নাকি মাঝেমধ্যে লেগপুল করেন মেঘাকে।
সম্প্রতি একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগদান করেছিলেন অভিনেত্রী আর সেখানেই সংগীতপর্বে জনপ্রিয় হিন্দি গান “কাজরা রে” এর গানের তালে কোমর দোলালেন অভিনেত্রী।
এদিকে দ্বিতীয় সপ্তাহেই সেরা পাঁচে জায়গা করে নিল লক্ষ্মী কাকিমা।
বউকে একটু একান্তে পেয়ে তাঁকে ‘হ্যাপি বার্থ ডে’ বলবে সিদ্ধার্থ
দুজনের মুখেই বাঁধভাঙা হাসি।
তাঁদের নির্দেশেই আনিসকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী।
মিঠাই’র সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে রয়েছে ‘মন ফাগুন’ও।
তিয়াশাকে হট রূপে দেখে নেটিজেনদের চোক্ষু চড়কগাছ
অ্যাপ ক্যাবের নাকি স্ট্রাইক চলছে।
এবার একেবারে ভোল বদলে টলি তারকাদের সঙ্গে নিজের গানে কোমর দোলালেন বীরভূমের বাদাম বিক্রেতা।
মহুয়ার জীবনে টুকাইদা কি ‘প্রাক্তন’ হয়েই থাকবে নাকি নতুন মোড় নেবে এই কাহিনি? উত্তর দেবে সময়।
বোঝাই যাচ্ছে সেরার সেরা হওয়ার লড়াইয়ে কেউই কাউকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ বোল্ড লুকে মাঝে মধ্যেই ধরা দেন তিনি।
আগামী ১৩ ফেব্রুয়ারি শেষবারের মতো রানিমা হয়ে দেখা যাবে দিতিপ্রিয়াকে।
এই ছবির জন্যই নোংরা আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী।
তিনি পিহুর ছেলেবেলার স্বপ্নের নায়কের ভূমিকায় রয়েছেন।
দুজনেই বেশ চুটিয়ে প্রেম করছেন রিয়েল লাইফে।
সম্প্রতি তাঁর নিজের ছবি শেয়ার করা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
কিন্তু এবার একটি ভিডিও আপলোড করে ট্রোল্ড হলেন ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’
অনেকে আন্দাজ করতে পারেন যে হয়তো হ্যাকারদের কবলে পড়েছে অভিনেত্রীর প্রোফাইলটা।
আর পিছন থেকে তাঁকে লেন্সবন্দি করেছেন নীল।
টিআরপি তালিকায় রয়েছে বিশাল চমক
সরস্বতী পুজোয় ‘সিডি বয়’র হাত ধরেই হাতেখড়ি হবে মিঠাইয়ের।
এমন সুর্বণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বীরভূমের ‘বাদামকাকু’।
কী হয়েছে আসল বিষয়টি?
১০.৫ পয়েন্ট নিয়ে জয়ের মুকুট উঠল মোদক পরিবারের মাথায়।
এবার সেই রকমই একটি রিল শেয়ার করে নিন্দার মুখে পড়লেন কিশোরী অভিনেত্রী হিয়া।
এদিন সন্ধ্যায় দুই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সারবেন ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা।
তাঁর বিপরীতে রয়েছেন কল্যাণী মণ্ডল।
শনিবার রাতে এই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে আনে চ্যানেল কর্তৃপক্ষ
তাই দু’জনেই সেজে উঠলেন বাসন্তী রঙে, একেবারে রঙমিলান্তি।
আপাতত সমস্ত শুটিং বন্ধ রেখেছেন তিনি।
মোদক পরিবারের দীর্ঘদিনের বিজনেস রাইভাল আগারওয়াল পরিবারের ছোট ছেলে ওমি আগারয়াল।
দেখে নেওয়া যাক কারা জায়গা করে নিল সেরা পাঁচে আর কেই বা হল সেরার সেরা।
তারপর থেকে বেহালার বাড়িতেই সম্পূর্ণ নিভৃতবাসে ছিলেন সৌরভ।
কয়েকদিন ধরেই তিনি জ্বর-সর্দি কাশি নিয়ে অসুস্থ হয়ে ছিলেন
সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম সুদীপা চট্টোপাধ্যায়
কী এমন হল যে রাস্তায় নেমে গান শোনাতে হচ্ছে গৌরব কে?
অবশেষে সেটাই সত্যি হতে চলেছে বলেই জানা যাচ্ছে।
ভিন্ন পরিচালকের হাত ধরে সেলুলয়েডে ফুটে উঠেছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্র
সিরিয়ালের নতুন প্রমো দেখে চোখের কোণ ভিজলো মিঠাই ভক্তদের।
বিহান-খুকুর বিয়ে থেকে দর্শকরা যে নজর সরাতে পারছেন না তা বলাই বাহুল্য।
তোমাকে মিস করব বলাটাও আসলে কম বলা হয়ে যাবে!
সঙ্গে জানিয়েছেন বেশ ভাল আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী
দর্শকদের নজরে এল উল্টো ব্যাটে ক্রিকেট খেলছে উমা! আর তারপরেই শুরু হয়ে গেল মস্করা।
এ নিয়ে ক্রমাগত চলতে থাকা হাসি ঠাট্টায় হতবাক অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।
ধারাবাহিক শেষে মা কালীর কাছে ছুটে গিয়েছিলেন পর্দার রোহিত সেন
সঙ্গে থাকতে পারেন মধুমিতা সরকার
প্রোমো দেখে আন্দাজ করা যাচ্ছে আরও এক নতুন সদস্যের আগমন হতে চলেছে ‘সৌগুণের’ পরিবারে।
তাই এবার নিস্তব্ধতা কাটিয়ে সামাজিক মাধ্যমে ফ্যানেদের উদ্দেশে বার্তা দিলেন টোটা।
কারণ এমনটা হলে দাদু তা সহ্য করতে পারবে না আর সে নিজেকে কোনও ভাবেই ক্ষমা করতে পারবে না।
এই সপ্তাহে দ্বিতীয় স্থান খোয়ালও স্টার জলসার নীলমণি ‘খুকুমনি হোম ডেলিভারি’, তবে এটি চ্যানেল সেরা মেগা।
‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়কে সেইজন্য লাইভে এসে ধন্যবাদও জানিয়েছেন কামারহাটির বিধায়ক।
দাদাগিরির মঞ্চে চলতি সপ্তাহে কাকতালীয়ভাবে সেই পুরানো স্মৃতিচারণ করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
গত ৩৬ সপ্তাহ ধরে টিআরপি’র তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ‘তুফানমেল’।
নীল-তৃণার আরব সাগরের তীরের এমনই এক অনুরাগী হয়ে উঠেছেন আদিত্য চোপড়া।
তবে এবার শেষ হতে চলেছে ধারাবাহিক শ্রীময়ী(Sreemoyee)।
এখন পুরো পরিবারের একসঙ্গে পিকনিকের আমেজে ঘুরে বেড়ানো যেমন তাঁরা উপভোগ করছেন, তেমনই উপভোগ করছেন গুনগুন-বাবিনের রোম্যান্স।
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও রয়েছে নয়া চমক, অন্তত সোশ্যাল মিডিয়া তো সেই আভাসই দিচ্ছে।
জীবনের বিশেষ দিনে লাল লেহেঙ্গায় লাস্যময়ী সাজে সেজেছিলেন গায়িকা।
আপাতত চিকিৎসার সময়সীমা শেষ।
৮.৯ পেয়ে রেটিং চার্টের ‘দ্বিতীয়’ এবং স্টার জলসার চ্যানেলের ‘সেরা ধারাবাহিক’ ‘খুকুমণি হোম ডেলিভারি’।
খুকুমণির এই রণচণ্ডী হয়ে যাওয়ার কারণ কী?
ভারতিয় জনতা পার্টির কোন্দল যে একেবারে গোড়া পর্যন্ত পৌঁছেছে এই ঘটনায় তার প্রমাণ।
একেবারে বাঙ্গালি কনের সাজেই গোধূলি লগ্নে বিয়েতে বসবেন সায়ন্তনী।
পিতৃশোক সামলে আবারও দিদি নম্বর ওয়ানের মঞ্চে দিদিদের মনে সাহস জোগাতে হাজির হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়
মেয়ে-বউ বাড়িতে না থাকায় একা লাগে তাঁর মাঝেমধ্যে।
খুব শীঘ্রই ধারাবাহিকে দেখা যাবে টোটাকে।
বাবার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হতেই আবার শ্যুটিংয়ে ফিরলেন দিদি নম্বর ওয়ান।
ধারাবাহিকের নাম ‘গাঁটছড়া’।
আজ শনিবার ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ আরও একবার স্বমহিমায়।
উমার বিপরীতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘কৃষ্ণকলি’ সিরিয়াল খ্যাত নিখিল অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্য।
তাঁদের মনপ্রাণ ভরে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা।
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক নিয়ে বেজায় উৎসাহিত দর্শকরা।
পাঁচ নম্বর পজিসন থেকে সোজা তৃতীয়, প্রাপ্ত নম্বর ৮.৮।
‘রান্নাঘর’ সঞ্চালিকা কি পারবেন দিদি নম্বর ১ -এর পুরনো ধারা বজায় রাখতে?
কেক কেটে নিজের ফেয়ারওয়েলের মুহূর্তটা আরও স্মরণীয় করে রাখলেন তিনি।
ফন্দি এঁটে সাময়িকভাবে হলেও গুনগুন-সৌজন্যকে আলাদা করতে সফল সে।
সেখানেই ভয়ে ভয়ে বন্দুক চালনা করা শিখছেন দুজনে।
দেখে নিন আপনার পছন্দের ধারাবাহিক কি আদৌ জায়গা পেল এবারের সেরা দশে?
সম্বন্ধ করে নয়, পুরোদমে প্রেম করে বিয়ে করতে চলেছেন রোশনি ভট্টাচার্য
তার বড় জা অর্থাৎ তোর্সাকে জব্দ করতে এবার নয়া ফন্দি এঁটেছে মিঠাই
পর্দার ঊর্মির উজাড় করা ভালবাসায় আবেগে আপ্লুত ‘রিনি’
এরই মধ্যে চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে একটি নতুন ভিডিয়ো।
অফস্ক্রিনেও আদৃত- সৌমিতৃষার সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে, এমনটাই মত ‘মিঠাই’ অনুরাগীদের একাংশের।
এই সুন্দর মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনও লেখেন অন্বেষা।
তাই শেষ মুহূর্তে বিয়ের মন্ডপে নায়রার বদলে তিথির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেয় রুদ্রিক।
নিপা-রুদ্রর লাভস্টোরিতে বসুন্ধরার এন্ট্রি, সোম-তোর্সার বিয়ের পর এবার সিদ্ধার্থ আর মিঠাইকে আরও কাছাকাছি আনতে চলেছে নির্মাতারা।
মিঠাই কী এমন করল যে তাঁকে একেবারে পাগল বললেন আদিদেবের মা?
তারই সঙ্গে শুরুতেই চ্যানেল সেরার খেতাব পেল এই সিরিয়াল।
কুকুরদের নিজের ঘরে রাখার উপদেশ দিয়েছেন তাঁদের মধ্যে কেউ কেউ।
দীপাবলির পর মায়ের অনুরোধে নাচ করলেন ঐন্দ্রিলা।
সুব্রত’র প্রয়ানের পর তাই সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন তিনি।
মুখ্য ভূমিকায় থাকছেন ইয়েশা রুঘানি এবং মনন যোশী
তাই ঠাকুর না দেখলে চলবে কি করে! তাই ছোটপর্দার ‘বামদেব’-এর হাত ধরে তিনি গিয়েছিলেন দেবীদর্শনে।
ছোট্ট আদির ফুলকো লুচি খাওয়ার দৃশ্য দেখে হেসেই অস্থির সবাই।
জনপ্রিয় ভিডিও ক্রিয়েটর ঝিলম গুপ্তর তৈরি একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রায়দিনই ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে ফেসবুকে অল্প বিস্তর পোস্ট করেন তিনি। জানান বন্ধুর শারীরিক অবস্থার কথা।
সংগ্রামের গল্প নিয়েই হঠাৎ শুরু হয়েছে বিতর্ক
তবে কি স্বর্নেন্দুর সঙ্গে বিয়ে সেরে নিলেন শ্রুতি?
তাঁরা মনে করেন তাঁদের প্রিয় অভিনেত্রীরা কখনও কালো হতে পারবেন না, মোটা হতে পারবেন না
ছেলের মতোই ভালবাসতেন তাঁকে।
বিগ বসের ১৩ তম মরসুমের প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল।
৬ বছর আগে ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা।
নেটিজেনদের একাংশ ট্রোলিং শুরু করেন ‘সর্বজয়া’ ধারাবাহিককে ঘিরে।
ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বড়মা।
তাঁদের দাবি বিয়ে না দেখিয়ে শুধু বন্ধুত্বের সম্পর্ক দেখানোই ভাল ছিল। তবে কেউ কেউ আবার বিয়ে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
ধন্যবাদ জানিয়েছেন তাঁর ‘শ্রীময়ী’ সহ অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকেও।
সেই গুঞ্জন শেষ হতে না হতেই এবার নয়া পালক জুড়ল নিলিখ-শ্যামার জনপ্রিয়তায়।
শেষ দিনে অনিরাগীদের কাছে সকলের প্রিয় রাসমণি আবেদন জানিয়েছেন 'আগামি দিনেও যাতে এই ধারাবাহিকের পাশে থাকেন সকলে।
ফেডারেশনের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের নিয়েই ভারতলক্ষ্মী স্টুডিওতে 'মিঠাই'-এর শ্যুটিং শুরু হয়েছে।
দল সিদ্ধান্ত নিয়েছে তাঁকে প্রার্থী করার।
দিল্লির অ্যাপোলোতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গত বছর ডিসেম্বরে ‘খড়কুটো’ ধারাবাহিকে মুখ্য চরিত্র সৌজন্যর গলায় মাল্যদান করেছিলেন গুনগুন।
বরং বাস্তবে এবার করোনা আক্রান্ত হলেন কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীল ভট্টাচার্য ৷
জানা গিয়েছে দিতিপ্রিয়া বেশ ভালই রেজাল্ট করেছেন।
রাম চরিত্রে অভিনয়কারী অরুণ গোভিল তখন গোটা দেশদেসীর কাছে প্রায় দেবিতা
সামনেই রবীন্দ্রজয়ন্তী
রামায়ণ সম্প্রচারে খুশি দর্শকরাও।