শেষ হতে চলেছে জি বাংলার এককালীন অতিপরিচিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। টলিপাড়া সূত্রের খবর, এই সপ্তাহেই ইতি ঘটবে
নিখিল-শ্যামার জার্নিতে। গত কয়েক মাস ধরেই এই সিরিয়ালের টিআরপি একেবারে তলানিতে
ঠেকেছে। অন্যদিকে, গল্পের নায়ক এখন ব্যস্ত অন্য ধারাবাহিকে। ফলত কৃষ্ণকলির দর্শকরা
একেবারেই বিরক্ত হয়ে উঠেছিল এই ধারাবাহিকে একঘেঁয়েমিতে। চ্যানেল কর্তৃপক্ষের কাছে এই ধারাবাহিক শেষ করে
দেওয়ার আর্জিও বারেবারে রেখেছেন নেটিজেনরা। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে বলেই
জানা যাচ্ছে।
১২০০ পর্ব পার করে কিছুদিন আগেই দিদিমা হয়েছে শ্যামা। তাই
এখন খুশির জোয়ার নিখিল-শ্যামার পরিবারে, তাই স্বপরিবারে যে হাসি
মুখেই বিদায় নেবে তাঁরা তা আন্দাজ করাই যাচ্ছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে
কিছুই জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে। তবে প্রকাশ্যে কিছু না লিখলেও ‘শ্যামার’ ওরফে তিয়াসার ইনস্টাগ্রামের ভিডিও দেখে
বোঝাই যাচ্ছে শেষের পথে হাঁটতে চলেছে ‘কৃষ্ণকলি’। এদিন ইনস্টাতে একটি রিল ভিডিও পোস্ট করেন তিয়াসা। সেখানে ‘কৃষ্ণকলি’র সেটের টুকরো ঝলক তুলে ধরেন অভিনেত্রী।
সহ-শিল্পীদের ঝলক তিনি তুলে ধরেন। তবে তাঁদের হাসিমাখা মুখে যেন বিষন্নতার ছাপ।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তোমাদের খুব মিস করব’।
আরও পড়ুন: মিঠাই'কে টেক্কা দিচ্ছে খুকুমণি, নতুন চমক শান্টু-পূর্ণার
আরও পড়ুন: নতুন বছরেই মা'কে হারালেন 'মিঠাই'
পোস্টের মন্তব্য বাক্সে উপচে পড়েছে নেটিজেনদের ভালবাসায়।
কেউ লিখেছেন, ‘আমিও এই সিরিয়ালটা খুব মিস করব’।
কেউ আবার তিয়াসাকে বলছেন, ‘খুব তাড়াতাড়ি নতুন সিরিয়ালে
ফিরে এসো’। অনেকের তো প্রশ্ন, ‘আচ্ছা
শেষ এপিসোডে তুমি মারা যাবে না তো?’ কেউ আবার কাঠগড়ায়
তুলেছেন নিখিলকে। তাঁদের মতে নিখিল খুব স্বার্থপর, শ্যামাকে
একা ফেলে চলে গেছে সে। শেষ এপিসোডে অন্তত একবার হাজির হওয়া উচিত নীল ওরফে নিখিলের
মনে করছে ফ্যানেরা।
আগামী সপ্তাহ থেকে ‘কৃষ্ণকলি’র টাইমস্লট নিচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। সন্ধ্যা ছ’টায় সম্প্রচারিত হবে শ্রীরামকৃষ্ণ দেব ও মা সারদার কাহিনি
নিয়ে এগিয়ে চলা ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব'। আর সাড়ে ছ-টা'তে সম্প্রচারিত হবে জি বাংলার নতুন
ধারাবাহিক ‘পিলু’।