এই মুহূর্তে টক অফ দ্য টাউন বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য
কাশ্মীর ফাইলস’। এই ছবি ঘিরে কার্যত সমালোচনার ঝড় উঠেছে গোটা
দেশ জুড়ে। স্বয়ং প্রাধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এই ছবির প্রশংসায়
পঞ্চমুখ। অনেকেই এই ছবি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার এই সিনেমা নিয়ে
বক্তব্য রাখলেন বাংলাদেশী লেখিকা তাসলিমা নাসরিন। শুধু তাই নয়, এ’ব্যাপারে বলতে গিয়ে বাংলাদেশ থেকে হিন্দু
বাঙালিদের উচ্ছেদ নিয়ে সিনেমা বানানোর আর্জিও জানান তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় ‘দ্য কাশ্মীর ফাইলস’
নিয়ে একটি টুইট করেন তসলিমা। সেখানে তিনি লেখেন, ‘যদি এই ছবির গল্প ১০০ শতাংশ সঠিক হয়, কোনও বাড়তি
কিছু দেখানো না হয়ে থাকে, অর্ধসত্য কিছু না থেকে থাকে—
তাহলে এটা সত্যিই খুব দুঃখের ঘটনা।’ শুধু তাই
নয়, এর সঙ্গে কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার
ফিরিয়ে দেওয়ারও দাবি রাখেন তাসলিমা।
তবে এই ছবির প্রসঙ্গে বলতে গিয়ে টুইটে বাংলাদেশের প্রসঙ্গও
তোলেন লেখিকা। তিনি জিজ্ঞাসার সুরে লেখেন, ‘আমি বুঝতে পারি না,
কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের বিতাড়িত করা নিয়ে কোনও ছবি
এখনও তৈরি হয়নি।’ স্বভাবতই এই বিষয়ে ছবি করার কথাই তিনি
পক্ষান্তরে বলতে চেয়েছেন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস'র শারদা পণ্ডিত আসলে কে!
আরও পড়ুন: Jhund: করমুক্ত 'দ্য কাশ্মীর ফাইলস' তবে 'ঝুন্ড' কেন নয়, প্রশ্ন তুললেন ছবির প্রযোজক সবিতা রাজ
কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত ও তাঁদের উপর
হওয়া পাশবিক অত্যাচার ফুটে উঠেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’র পরতে পরতে। যা দেখে চোখ ভিজেছে তামাম দর্শকমহলের। তবে যদিও এই নিয়ে
সিনেমাপ্রেমী মহলের মধ্যে বিভাজন রয়েছে। কারও মতে, এটি
রাজনৈতিক উদ্দেশ্য প্রণদীত। কার মতে, এটি ইতিহাসকেই তুলে
ধরেছে। আবারও কারও মতে, এতে অর্ধ সত্য দেখানো হয়েছে। তবে
ঘটনা যাই হোক দেশ জুড়ে এবং দেশের বাইরেও ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি।
UwOLUKA
Jul 30, 2023 13:03 [IST]Bloohopsy
Jun 19, 2023 18:35 [IST]Pienuilia
May 13, 2023 14:46 [IST]