কিছুদিন আগেই বাংলাদেশী অভিনেত্রীর পরীমণির সন্তানসম্ভবা
হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁকে নাম না করে খোঁচা দিয়েছিলেন বিতর্কিত বাংলাদেশী
লেখিকা তসলিমা নাসরিন(Taslima Nasrin)। তিনি
বলেছিলেন,
একজন সফল নারীর সন্তান জন্ম দিয়ে সময় নষ্ট করা উচিৎ নয়। লেখিকার সেই
মন্তব্যের কারণে তৈরি হয়েছিল বিতর্ক। এবার ফের সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া
শিশুদের ‘রেডিমেড শিশু’ বলে মন্তব্য
করে আলোচনার শিরোনামে তসলিমা।
সম্প্রতি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুক্রবার
মধ্যরাতেই এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। এই আনন্দের খবর গত শনিবারই
স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘পিগি
চপস’। বহু তারকা ও নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা ও ভালবাসায়
ভরিয়ে দিয়েছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল তাঁর মা হওয়ার পন্থা। সারোগেসির মাধ্যমের
বাচ্চা জন্ম দেওয়ার কারণে সমালোচনার শিকার হলেন নতুন মা। নাম না করেই সারোগেসির
প্রসঙ্গে প্রিয়াঙ্কাকে খোঁচা দিলেন তাসলিমা।
আরও পড়ুন: হঠাত্ ভিনদেশী ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ!
আরও পড়ুন: অক্ষয় নতুন একটি ফ্ল্যাট কত টাকা দিয়ে কিনলেন জানেন? শুনলে চমকে যাবেন আপনিও
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় তসলিমা লেখেন, “গরিব মহিলারা আছে বলেই সারোগেসি সম্ভব। ধনী ব্যক্তিরা সবসময় নিজেদের
স্বার্থে দারিদ্র্যের অস্তিত্ব চায়। আপনার যদি একটি শিশুকে বড় করার একান্তই দরকার
থাকে, তাহলে একটি গৃহহীন, অনাথকে দত্তক
নিন। বাচ্চাদের আপনার বৈশিষ্ট্যগুলি অবশ্যই উত্তরাধিকার সূত্রে পেতে হবে- এটি কেবল
একটি স্বার্থপর আত্মরতিমূলক অহং। সারোগেসির মাধ্যমে রেডিমেড শিশু পেয়ে মায়েরা কেমন
অনুভব করেন? যে মায়েরা নিজের সন্তান জন্ম দেন, তাদের মতো কি একই অনুভূতি হয়?” লেখিকার এই মন্তব্য
ঘিরেই ওঠে সমালোচনার ঝড়।
তাসলিমার এহেন বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন নেটিজেনদের
একাংশ। তাঁদের মত, মাতৃত্বের সিদ্ধান্ত বা অনুভূতি নিতান্তই
ব্যক্তিগত। এই বিষয়ে কারোর কোনও মন্তব্য করা উচিৎ নয় বলেই মত তাদের। তবে কেউ কেউ
অবশ্য লেখিকার সঙ্গে সহমতও হয়েছেন।