বেশ
কিছুদিন ধরেই শিরোনামে বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। সদ্য গ্রেফতার হয়েছেন তিনি।
তাঁর বাড়ি থেকে ৩০টিরও বেশি বিদেশি মদের বোতল, এলএসডি নেশার জন্য ব্লটিং পেপার সহ বেশ কিছু মাদক
উদ্ধার হয়েছে। রাতারাতি উপমহাদেশের বুকে বিখ্যাত হয়ে ওঠা পরীমণির উত্থানের গল্প
শুনলে অবাক হতে হয়।

পরীমণির
জন্ম সাতক্ষীরা জেলায় ১৯৯২ সালের ২৪ অক্টোবর। তাঁর জন্মসূত্রে প্রাপ্ত নাম ছিল
স্মৃতি শামসুন্নাহার। বাবা মাকে হারিয়ে স্মৃতি বড় হয়ে ওঠেন পিরোজপুরের দাদু দিদার
কাছে। সেখানেই শেষ করেন পড়াশোনা।
হায়ার
সেকেন্ডরির পর মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্মৃতি শামসুন্নাহার। তারপর
বিজ্ঞাপনে মুখ দেখানো শুরু। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর সঙ্গে
স্যান্ডেলিনা সোপ,
প্রাণ চাটনির মতো বিজ্ঞাপণ দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে।

স্মৃতি
শামসুন্নাহার বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। এরপর আসে রুপোলি জগতের
হাতছানি। শামসুন্নাহার হয়ে ওঠেন পরীমণি। প্রথম অভিনয় ‘রানা প্লাজা’য়। বাংলাদেশের সেন্সর বোর্ডের অনিচ্ছায় সিনেমাটি মুক্তি পায়নি। ২০১৫ সালে
পরীমণি অভিনয় করেন ‘ভালবাসা সীমাহীন’-এ।
আনুষ্ঠানিকভাবে এটিই তাঁর প্রথম অভিনীত সিনেমা। অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘আরও ভালবাসব তোমায়’ ও ‘ধূমকেতু’তে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
পরীমণি
একাধিকবার জানিয়েছেন তাঁর প্রথম প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর।জীবনে আঁকতে শিখে তিনি
প্রথম গুরুদেবেরই ছবি এঁকেছিলেন।
অভিনয়ের
জন্য সবসময়ই সাহসী হয়েছেন পরীমণি। তাঁর খোলামেলা পোশাক পরিধান অভিনেত্রীর
জনপ্রিয়তার জন্য অনেকাংশে দায়ী। এছাড়াও চুম্বন বা বিকিনিতেও তাঁর কোনও ছুঁৎমার্গ
নেই বলেই জানিয়েছিলেন পরীমণি।

২০১২
সালে ফিরদৌস কবীর সৌরভ বলে এক ফুটবলারের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল পরীমণির। ২০১৬
সালে সৌরভের সঙ্গে তাঁর কিছু ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়ে যায়। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও
প্রকাশ করেন অভিনেত্রী। ২০১৯ সালে রেডিও জকি তামিম হাসানের সঙ্গে এনগেইজমেন্ট
সারেন পরী। সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এরপর ২০২০ সালে পরিচালক কামরুজ্জামান
রনিকে বিয়ে করেন তিনি। ব্যর্থ হয় বিয়েও।
বাংলাদেশের
এক সংবাদ-মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পরীমণির বাবার ছিল গাড়ির ব্যবসা। তাঁর বাড়ি যশোর
হলেও ব্যবসায়িক কারণে তাকে দেশের বিভিন্ন স্থানে গিয়ে থাকতে হত। ২০০৭-০৮ সালের
দিকে পরীমনির মা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তাঁর মৃত্যুর বিষয় নিয়ে আজও রহস্য রয়ে
গিয়েছে। ২০১২ সালের ২১ জানুয়ারি সিলেটে পরীমণির বাবার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।
কেরিয়ারের
উত্থানের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পরীমণির জীবনে বেড়েছে বিতর্কও। ময়ূরের পালক দিয়ে
তৈরি পিকক ড্রেস পরে ক্যামেরার সামনে বক্তব্য রাখার সময় অভিনেত্রী একবার ময়ূরকে ‘পিকক’ না
বলে ‘ককপিক’ বলেছিলেন। পাশ থেকে কোনও
এক ব্যক্তি ভুলটি শুধরে দিলে পরীমণি বলেন তিনি ময়ূরের ইংরাজি ভুলে গিয়েছিলেন।

নেটদুনিয়ায়
পরীমণির নামে একাধিক পর্ন ভিডিও রয়েছে। সেগুলির মধ্যে একটিতে পরীমণির মতো দেখতে
একজনকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়। তবে ভিডিওটির মেয়েটি সত্যিই পরীমণি কিনা
তা প্রমাণিত নয়।
২০২১
সালের ৮ জুন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে
এক দীর্ঘ বিবৃতি মারফত পরীমণি জানান নাসিরউদ্দিন মহম্মদ নামে এক ব্যবসায়ী তথা
রাজনীতিবিদ তাঁকে বোট ক্লাবে ধর্ষণের চেষ্টা করেছেন। সোশ্যাল মিডিয়ায় পরে
অভিনেত্রী জানিয়েছিলেন,
তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে বাংলাদেশ
প্রশাসন। সেই মামলা এখনও চলছে।
৪
আগস্ট বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন পরীমণির বাড়িতে হানা দিয়ে তাঁর বাড়ি
থেকে ৩০টি মদের বোতল উদ্ধার করে। এলএসডি সহ একাধিক মাদক দ্রব্য রাখার অপরাধে তাঁকে
গ্রেফতার করা হয়।