অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণি।
সেই জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। হাসপাতাল থেকে তাঁকে বেরোতে দেখা
গিয়েছে। হাসপাতাল থেকেই নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন
পরীমণি। ক্যাপশনে লিখেছেন, “এই একটার সঙ্গে আমার কোনও ব্রেক আপ নেই।”
নিজের শারীরিক অবস্থা একটু এদিক থেকে ওদিক হলেই হাসপাতালে
যান পরীমণি। মোটামুটি প্রতি মাসেই একবার করে হাসপাতালে দেখা যায় তাঁকে। তাই
রেগুলার চেক আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন পরীমণি। এছাড়াও বেশ কয়েকদিন ধরে
জ্বরে ভুগছিলেন তিনি। ছিল সর্দি কাশিও। তাই কোনওরকম ঝুঁকি নেননি অভিনেত্রী। সরাসরি
চলে যান চিকিৎসকের পরামর্শ নিতে। জেলে থাকার সময়ও তাঁর শারীরিক অবনতি হয়েছিল।
জামিন পাওয়ার পরপরই তাই চিকিৎসকের কাছে যেতে চেয়েছিলেন তিনি।
পরীমণি জানান, জামিন পাওয়ার পর শরীর
সুস্থ রাখার থেকেও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল কাজে ফেরা। তাই সব কাজ বাকি
রেখেই দ্রুত কাজে ফিরেছেন তিনি। শুরু করেছেন তাঁর অসম্পূর্ণ সিনেমার ডাবিং। তাঁর
আগামী ছবি বাংলাদেশের পরিচালক ইফতেকার শুভ পরিচালিত ‘মুখোশ’।
আরও পড়ুন: শেহনাজের কাজই সিদ্ধার্থের মৃত্যুশোক ভোলাবে, বললেন রীতা শুক্লা
আরও পড়ুন: মাসির উপহারে ঘর ভরল ঈশানের