অন্যান্য দিনের মতো আজও দক্ষিণ কলকাতার ভারত লক্ষ্মী স্টুডিওতে চলছিল বাংলার
জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের শুট্যিং। কিন্তু হঠাৎই ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়ে সেট।
ঝড়ের দাপটে শুটিং চলাকালীন ভেঙে পড়ে সেট। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সূত্রের
খবর, ধারাবাহিকের কলাকুশলীদের তেমন কিছু ক্ষতি হয়নি।
তবে সেটের কিছু অংশ মাথায় এসে পড়ায় আহত হয়েছেন ক্যামেরার পেছনে থাকা সদস্যরা।
তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চলে প্রাথমিক চিকিৎসা। এখন তাঁরা সুস্থ র্যেছেন।
কারণ তারপরই ফের গোটা সেট সাজিয়ে শুরু হয় মিঠাইয়ের শ্যুটিং। এখন ধারাবাহিকে স্যান্ডি
আর পিঙ্কির বিয়ের অনুষ্ঠান চলছে। সেই সংক্রান্ত শুটিং-র মাঝেই ঘটে বিপত্তি।
আরও পড়ুন: Pallavi Dey Death Case: কেঁচো খুড়তে কেউটে! ভুয়ো কলসেন্টার চালাচ্ছিল সাগ্নিক, সেই টাকাতেই চলত বিলাসিতা
আরও পড়ুন: Didi No. 1: 'দিদি নম্বর ১' এ যেতে ইচ্ছুক, জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেবেন অডিশন
প্রসঙ্গত, বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। দীর্ঘদিন ধরে টিআরপি
তালিকায় প্রথম স্থানে ছিল। এবার ‘রিকি দ্য রকিস্টার’র প্লটেও বেশ খেয়েছে এই সিরিয়াল।
নিত্যদিন থাকছে নতুন চমক। ইতিমধ্যেই মিঠাই জেনে গিয়েছে যে রিকি-ই তার উচ্ছেবাবু। তবে
পিসেমশাইকে ধরতে এখনও রকিস্টারের বেশেই থাকতে হবে সিদ্ধার্থ মোদককে। কিছুদিন আগেই
প্রকাশ্যে এসেছে মিঠাইয়ের বহু প্রতীক্ষিত মিউজিক ভিডিও ‘বলে দে’। যা ইতিমধ্যে সোশ্যাল
মিডিয়ায় ভাইরাল।
Soigiougs
Mar 14, 2023 19:42 [IST]glIlmer
Feb 22, 2023 07:20 [IST]Pealock
Feb 07, 2023 18:13 [IST]Pealock
Feb 05, 2023 23:26 [IST]