হিরো আলম (Hero Alom) আর ‘বাদাম কাকু’ অর্থাৎ ভুবন বাদ্যকর (Bhuban
Badyakar) এবার জুটি বাঁধছে। গানে গানে বাজিমাত করবে তাঁরা। একদিকে
বাংলাদেশী জনপ্রিয় মুখ হিরো আলম। অন্যদিকে, বর্তমান সোশ্যাল মিডিয়া সেনসেশন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের স্রষ্টা ভুবন
বাদ্যকর। এবার এপার বাংলা আর ওপার বাংলার এই দুই ভাইরাল তারকা আত্মপ্রকাশ করছেন
একই ফ্রেমে। এবার একই সুরে বাঁধা পড়বে দুই বাংলা।
কাঁচা বাদাম গানের দৌলতে বাদাম কাকুর জনপ্রিয়তা এখন
তুঙ্গে। তাঁর শখে বাঁধা গানের তালে কোমর দুলিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই।
আর হিরো আলম বাংলাদেশের ভাইরাল ইউটিউবার। অভিনয় দিয়ে জীবন শুরু করলেও এখন গায়ক
হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার দিকে এগোচ্ছেন। ইতিমধ্যেই তিনি ‘শ্রীভাল্লী’,
‘টাইটানিক’ ছবি থেকে ‘এভরি
নাইট ইন মাই ড্রিমজ’ গান নিজের গলায় গেয়ে সেই ভিডিও পোস্ট
করেছে। এবার একই গানে গলা মেলাবেন এই দু’জন। গানের নাম ‘হাউ ফানি’! শীঘ্রই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড
করা হবে।
আরও পড়ুন: Rafiath Rashid Mithila: 'পৃথিবীটা তোমার একার নয়' টিপকাণ্ডে নীতি পুলিশদের শিক্ষা দিলেন সৃজিত-পত্নী
আরও পড়ুন: Taslima Nasrin: 'মুসলমান পুরুষেরা তো.' টিপকাণ্ডে গর্জে উঠলেন তাসলিমা
হিরো আলম আগেই জানিয়েছিলেন, বাংলায় কাজ করতে চান তিনি, এবার সেই আশাই পূর্ণ হল। গত শনিবার কলকাতার লেকটাউন স্টুডিওতে ভুবন
বাদ্যকরের সঙ্গে গানের রেকর্ডিং করেন হিরো আলম। রেকর্ডিং’র
পর সংবাদমাধ্যমকে বাংলাদেশী গায়ক তথা নায়ক জানান, “কলকাতায়
এসেছি ভুবনকাকুর সঙ্গে নতুন গান করতে। বহু দিন ধরেই কথা চলছিল। আমরা দুই বাংলার দু’জন ভাইরাল শিল্পী একসঙ্গে গান করলাম। এ বার দুই বাংলায় এই গান ভাইরাল হবে।”
উল্লেখ্য, ‘হাউ ফানি’ গানটি
লিখেছেন এফ এ প্রীতম এবং সঙ্গীত পরিচালনা করেছেন অজিত শাহিন। সংশ্লিষ্ট গানটির
ভিডিও পরিচালনা করছেন সালাউদ্দিন গোলদার।
ভিদিও: Hero Alom OFFICIAL