জয়া আহসান, দুই বাংলার জনপ্রিয়
অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর রূপে ও গুনে মজে তামাম দর্শককুল। অভিনেত্রীদের
অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। তাঁর ছবির জন্য অপেক্ষায় দিন গোণেন
দর্শক। জয়ার আসন্ন ছবি ‘পুতুল নাচের ইতিকথা।’ এই ছবিতে কুসুমের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবির পরিচালক সুমন
মুখোপাধ্যায়। এই প্রথমবার সুমনের সঙ্গে কাজ করছেন তিনি। ছবির শুটিং শুরু করেছেন
অভিনেত্রী।
‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতে নিজের
লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন জয়া। একেবারে গ্রামের মেয়ে বেশে দেখা
মিলেছে তাঁর। গায়ে শাড়ি জড়ানো, খোলা পিঠ, ভিজে মাথায় গামছা জড়ানো, স্নিগ্ধ আবেদনময় চাহনি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় উপন্যাস ‘পুতুলনাচের
ইতিকথা’। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে আবির
চট্টোপাধ্যায়, জয়া আহসান, পরমব্রত
চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং
অনন্যা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: জাতীয় স্তরের অভিনেতাদের থেকে কম নন কৌশিক গঙ্গোপাধ্যায়, মত ঋতিকের
আরও পড়ুন: জ্যোত্স্নায় ভেসে যাচ্ছে পৃথিবী, মানুষ কি না চারদেয়ালের ভেতর দরজায় খিল এঁটে সঙ্গম করে।
‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতে তিনের
দশকের শেষ দিক থেকে চারের দশকের প্রারম্ভ অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময়কালকে
ফ্রেমবন্দি করবেন পরিচালক। ২০০৮ সাল থেকে এই উপন্যাসের উপর কাজ করার চিন্তাভাবনা
থাকলেও, উপন্যাসের স্বত্ত্ব ও বাজেটের কারণেই অনেকটা সময়
পেরিয়ে যায়। অবশেষে এই ছবির কাজে হাত দিয়েছেন সুমন। ছবিতে মূল উপন্যাসের নামটাই
অপরিবর্তিত রেখেই হবে ছবি। সিনেমার আবহসংগীতের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ
বন্দ্যোপাধ্যায়।
glIlmer
Mar 05, 2023 03:45 [IST]