সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় নাম হিরো আলম। বাংলাদেশের এই
ইউটিউবারের জনপ্রিয়তা শুধু সেই দেশেই সীমাবদ্ধ নেই। একাধিক প্রতিভার অধিকারী ওপার
বাংলার হিরো আলম। শুধু অভিনয় নয়, নাচ, গান সব
বিষয়েই তাঁর সমান দক্ষতা তা তিনি একাধিকবার দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তবে
বেশিরভাগ সময়েই হাসির খোরাক হয়েছে তাঁর ট্যালেন্ট। তবে থেমে থাকেননি তিনি। কিছুদিন
আগেই ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভাল্লী’ গান
নিজের গলায় গেয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিলেন তিনি। এবার কিংবদন্তি পপ
ডান্সার মাইকেল জ্যাকসনের রুপে হাজির হয়ে নিজের কণ্ঠে গাওয়া গানে কোমর দোলালেন
হিরো আলম। এই ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়।
প্রথমে অভিনেতা হিসেবে সফর শুরু করলেও এখন গানের জগতে
অভিষেক ঘটছে হিরো আলমের। কিছু দিন অন্তর অন্তরই নতুন নতুন গানের ভিডিও আসছে তাঁর
ইউটিউব চ্যানেলে। সেখানে নিজের গলায় গেয়ে গান করছেন তিনি। ঘণ্টা খানেকের মধ্যেই
সেই সব ভিডিও’র ভিউ হচ্ছে লক্ষাধিক। এবার তিনি নিজের গাওয়া গান ডিজে
কালাতে মাইকেল জ্যাকসন রূপে হাজির হয়েছেন তিনি। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে
কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের লুকে নাচ করছেন হিরো আলম। তার সঙ্গে কোমর
নাচাচ্ছেন একাধিক রমণী। এই গানে হিরো আলমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুমি খান। এই
গানটির গীতিকার ও সুরকার ফিরোজ প্লাবন।
আরও পড়ুন: Nasrin: 'যৌনকর্মী' বলে অপমান, আত্মহত্যার হুমকি দিলেন নাসরিন
আরও পড়ুন: Jaya Ahsan: খোলা পিঠ, ভিজে চুল, প্রকাশ্যে 'পুতুলনাচের ইতিকথা'য় জয়ার লুক
নতুন গান নিয়ে হিরো আলম বলেন, অনেক দিন দর্শকদের নতুন মিউজিক ভিডিও উপহার দিতে পারেননি তিনি। তাই একদম
নতুন লুকে চমক দেওয়ার জন্য এই ভিডিও নিয়ে হাজির হয়েছেন। তাঁর আশা সবাই তাঁর এই গান
পছন্দ করবেন।