একের পর এক চমক দিচ্ছেন হিরো আলম। উনি বলেছিলেন কলকাতায়
এসে পরপর দু’টি চমক দেবেন। কথা রাখলেন বাংলাদেশের ভাইরাল
গায়ক-নায়ক হিরো আলম। গতকাল এসেই ভুবন বিখ্যাত বাদামকাকুর সঙ্গে গান করে প্রথম
চমকটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তিনি। ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ডিং’র ছবিও প্রকাশ্যে এসেছে। কিছু দিনের মধ্যেই সেই গানের ভিডিও সামনে আসবে
বলে জানা গিয়েছে। এবার আরও এক ভাইরাল গায়িকা রানু মণ্ডলের সঙ্গে সুর মেলাবেন হিরো
আলম।
দ্বিতীয় চমকটির কথা জানা গিয়েছে রবিবার। হিরো আলম এবার
নতুন গান গাইলেন লতাকণ্ঠী হিসেবে ভাইরাল, রানাঘাটের রানু মণ্ডলের
সঙ্গে। ইতিমধ্যেই কলকাতার লেকটাউনের একটি স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। গানটির
নাম ‘তুমি ছাড়া আমি’। গানটি লিখেছেন নজরুল কবির। সুর দিয়েছেন
এফ এ প্রীতম। সঙ্গীত আয়োজনের দায়িত্বে রয়েছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন।
আরও পড়ুন: সমুদ্রে জাল ফেলতেই উঠল 'ড্রাগন'!
আরও পড়ুন: Swasthya Sathi Card: দলেরই তৈরি প্রকল্পে সাহয্য পাচ্ছেন না তৃণমূল নেতা, পঙ্গু হয়ে গেছেন, স্বেচ্ছামৃত্যুর আবেদন তাঁর
একদিকে রানাঘাটের রানু মণ্ডল অন্যদিকে হিরো আলম। এই দুই
সুপার ভাইরাল শিল্পী এবার একই ফ্রেমে। তাও আবার গান করবেন একই সঙ্গে। অনুরাগীরা
অপেক্ষমান তা ভাইরাল করার জন্য। রানু মণ্ডলের সঙ্গে গান গেয়ে কেমন লাগল বাংলাদেশী
অভিনেতা তথা গায়ক হিরো আলমের তা জানান তিনি। হিরো আলম বলেন, ‘‘রানু দিদি তো সত্যিকার অর্থে ভাল গায়িকা। তাঁর কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ
রেশমিয়া ছুটে এসেছেন। দিদিকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। রানুদির সঙ্গে
গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি। আমি কলকাতায় এসে ভুবন বাদ্যকর ও রানু
মণ্ডলের সঙ্গে দু’টি গান করলাম, আশা করি দু’টিই ভাইরাল হবে।’’