যাঁদের হাত ধরে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত প্রতিষ্ঠা
পেয়েছে তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। তিন বছর আগে ঠিক আজকের দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে অগুনিত ভক্তকুলের হৃদয় ভেঙে চলে গিয়েছেন তাঁদের প্রিয় 'বাচ্চু ভাই'।
বিখ্যাত রক গায়ক-গিটারিস্টের আজ অর্থাৎ ১৮ অক্টোবর ২০২১, তৃতীয়
মৃত্যুবার্ষিকী।
‘রূপালি গিটার’ ফেলে অনেক দিন না
ফেরার দেশে চলে গিয়েছেন 'সেই তুমি কেন এত অচেনা হলে' গানের স্রষ্টা। তবে, আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক
একই রকম প্রাণবন্ত ‘এবি বস’। তাঁর তৈরী গানগুলি আজও সমান জনপ্রিয় বাংলাদেশ ও
ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশের বাঙালির কাছে।

প্রিয় সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি তাঁর
অনুগামীরা। আজও গভীর রাতে অনেকের চোখের কোনোই জল জমা হয় যখন রেডিও বা ইউটিউবে বেজে
ওঠে আইয়ুব বাচ্চুর একের পর এক কালজয়ী গান। সোমবার তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদল
ভক্ত ঢাকা-চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকার অনাথ আশ্রমে ক্ষুধার্ত মানুষের হাতে খাবার
তুলে দিয়েছেন। এছাড়াও আইয়ুব বাচ্চুর’র স্মরণে ঢাকা’র মগবাজারের একটি কমিউনিটি পয়েন্টে সন্ধ্যায় ঢাকাস্থ চট্টগ্রাম মিউজিসিয়ান'স ক্লাবের তরফে স্মরণসভার পাশাপাশি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব
বাচ্চু। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে হাতেখড়ি হয় তাঁর। ১৯৮০
থেকে ১৯৯০ সাল পর্যন্ত সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে ছিলেন তিনি। ১৯৯১ সালে
এলআরবি ব্যান্ড তৈরি করেন আইয়ুব বাচ্চু। তারপর ১৯৯২ সালে বাজারে আসে প্রথম
অ্যালবাম ‘এলআরবি’। এলআরবির ব্যান্ডের অন্য
অ্যালবামগুলি হল ‘সুখ’
(১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪),
‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারি
মন’ (১৯৯৬), ‘আমাদের’ (১৯৯৮), ‘বিস্ময়’ (১৯৯৮),
‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে
নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২),
‘রাখে আল্লাহ মারে কে’ (২০১৬)।

১৯৮৬ সালে 'বাচ্চু ভাই'-এর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। সেই অ্যালবামটির নাম ছিল ‘রক্তগোলাপ’। তবে এই অ্যালবামটি জনপ্রিয়তা না পেলেও
দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’(১৯৮৮)
বিপুল জনপ্রিয়তা এনে দেয় তাঁকে। ১৯৯৫ সালে বাজারে আসে তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’। এই অ্যালবাম পৌঁছে ছিল জনপ্রিয়তার শিখরে।
বিশেষ করে ‘কষ্ট কাকে বলে’, ‘কষ্ট পেতে
ভালোবাসি’, ‘অবাক হৃদয়’, ‘আমিও মানুষ’
গানগুলি। এরপর তিনি আরও কয়েকটি একক অ্যালবাম উপহার দেন ভক্তদের।
সেগুলির মধ্যে কিছু জনপ্রিয় অ্যালবাম হল ‘সময়’ (১৯৯৮), ‘একা’ (১৯৯৯), ‘প্রেম তুমি কি’ (২০০২), ‘দুটি
মন’ (২০০২), ‘কাফেলা’ (২০০২), ‘রিমঝিম বৃষ্টি’ (২০০৮),
‘বলিনি কখনো’ (২০০৯), ‘জীবনের
গল্প’ (২০১৫)।
