অনেকেই আছেন যাঁরা শুধুমাত্র কর্মের উপর ভরসা করে থাকতে
চায় না। বহুজন নিজের ভাগ্যের উপরই বেশি ভরসা করেন। কারণ তাঁরা অনেকেই মনে করেন
ভাগ্যই সব কিছুর চাবিকাঠি। চলুন দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে কোন
কোন রাশিগুলির।
মেষ
শুভ কাজে বড়দের কথা শুনে বুঝে খরচ করুন। বন্ধু সঙ্গে
সাবধান।
বৃষ
অচেনা ব্যক্তির থেকে পরামর্শ নেবেন না। অনেকের থেকে উৎসাহ
পাবেন তবে সেটিকে কাজে লাগান। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এই রাশির ব্যক্তিদের।
আরও পড়ুন: সবুজ সাথীর সাইকেল বিক্রি কেজি দরে, চাপানউতোর রাজনৈতিক মহলে
আরও পড়ুন: দুধ না খেয়ে মদ খান, উপকার পাবেন অনেক তাড়াতাড়ি
মিথুন
কাছের মানুষের থেকে অনুপ্রাণিত হবেন। নির্দিষ্ট কিছু হতাশা
থাকবে। বিদেশের জমিতে বিনিয়োগ করুন।
কর্কট
অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ থাকবে। তবে মনোবল নষ্ট করবেন
না। আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করবেন না। তবে এই রাশির ব্যক্তিদের জন্য রয়েছে
সুখবর। কারণ সপ্তাহান্তে কাজের অনেক উন্নতি হবে। পাশাপাশি নতুন কাজের সুযোগও আসতে
পারে।
সিংহ
স্বাস্থ্য ঠিক থাকবে না। নিজের দিকে নজর দিন। আর্থিক
লেনদেন খারাপ হবে। সামাজিক অনুষ্ঠানে আদর্শ বাড়িয়ে তুলুন।
কন্যা
অর্থ এবং সুযোগ দুই থাকবে। গুরুত্ব দিয়ে মানুষের পাশে
থাকুন। কাছের মানুষের থেকে অনেক কিছু পাবেন। আকাঙ্খা ছাড়বেন না।
তুলা
অন্য মানুষের প্রশংসা করুন। অজানা কারণে নানা সমস্যা হলেও
কর্মক্ষেত্রে দারুণ উন্নতি দেখা দেবে।
বৃশ্চিক
ধৈর্য নষ্ট করবেন না। বিবেচনার ক্ষমতা হ্রাস করবেন না।
দীর্ঘসময়ের কাজ থেকে আজকে লাভ পাবেন।
ধনু
শারীরিক পরিবর্তন আসবে। নিশ্চিতভাবে নিজের কাজ করে যান।
কাউকে প্রভাবিত করবেন না।
কুম্ভ
নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। কর্মক্ষেত্রে উপযোগী
হবেন। ভালবাসার মানুষের সঙ্গে কথা বলুন।
মীন
ভ্রমণে অনেক আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে বহু উন্নতি হবে।
কারোর ব্যাবসা থাকলে, সেটি উন্নতি পথেই থাকবে।