আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়া। ভোর ৪টে থেকেই দিকে দিকে ধ্বনিত হবে বীরেন্দ্রকৃষ্ণ
ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’। এটার আবেগ অন্যরকম। তবে টিভির পর্দাতেও দেখানো হয় মা
দুর্গার অসুর বধের কাহিনি। কিছু বছর যাবৎ বিভিন্ন টিভি চ্যানেলে দুর্গারূপে হাজির হন
রুপোলি পর্দার নানা জনপ্রিয় মুখ। ছোট পর্দা, বড় পর্দা মিলিয়ে হয় অনুষ্ঠান। বিভিন্ন
আঙ্গিকে তুলে ধরা হয় মা দুর্গার গল্প। এই বারেও পুনরাবৃত্তি হবে একই ঘটনার। তবে এবার
দুর্গারূপে ধরা দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই প্রথমবার দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিছুদিন
আগে চ্যানলের তরফে প্রকাশ করা হয় তাঁর লুক। লাল বেনারসি, সোনার গয়নায় ‘দশপ্রহরণধারিনী’
ঋতুপর্ণা। তিনি ছাড়াও প্রকাশ করে নেওয়া হয়েছে ‘দশমহাবিদ্যা’-তে দেবীর ১০ লুক। এই সব
চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার ১০ অভিনেত্রীকে। মহালয়ার ভোরে সম্প্রচারিত
হবে এই অনুষ্ঠান।
আরও পড়ুন: Mahalaya 2022: মহালয়া বলতে আসলে কী বোঝায়
আরও পড়ুন: Durga Puja 2022: কালী আরাধনায় ফিরল কপাল, শুরু হল দুর্গাপুজো
মা কালীর ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাসকে (Shruti Das)-কে । এছাড়াও দেবীর
১০ রূপে দেখা যাবে, অদৃজা রায়, ঐন্দ্রিলা শর্মা, ডোনা ভৌমিক, তিতিক্ষা দাস, রিমঝিম,
সৈরীতি বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সংঘমিত্রা তালুকদার ও দেবাদ্রিতা বসুকে।
nSNIEtx
Jul 12, 2023 18:28 [IST]Alcorse
Jun 11, 2023 16:29 [IST]Alcorse
Jun 01, 2023 15:23 [IST]mooptew
Apr 30, 2023 06:02 [IST]