২৫ সেপ্টেম্বর অর্থাৎ আজ মহালয়া। এদিন দেবী দুর্গার
বোধন হয়। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবীপক্ষের। মহালয়ার দিনে পূর্বপুরুষকে
জল দেওয়ার রীতি রয়েছে। প্রয়াতদের শান্তির কামনা করা হয় এবং পূর্বপুরুষদের কাছ থেকে
প্রার্থণা করা হয় আশীর্বাদ। দেবীপক্ষের সূচনাকাল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ
গুরুত্বপূর্ণ। তাই বিশ্বাস করা হয় এমন কিছু কাজ রয়েছে যা এই মহালয়ার দিন করা মোটেও
উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। তবে দেখে নিন এদিন কী কী কাজ ভুলেও করবেন না-
মহালয়ার দিনে কখনই আমিষ খাবেন না। পূর্বপুরুষদের
ছবির সামনে ভুল করেও রাখবেন না আমিষ খাবার।
এইদিন রান্নায় কালো তিল ব্যবহার থেকে বিরত
থাকুন।
আরও পড়ুন: Vastu Tips: প্রতিদিন ঘরে এই ধূপ জ্বালান, নিমেষেই দূর হবে নেগেটিভ এনার্জি
আরও পড়ুন: Durga Puja 2022: এক ঝলকে দেখে নিন এবছর পুজো কাঁপাচ্ছে এই ধরনের শাড়ির কালেকশন
পূর্বপুরুষদের উদ্দেশ্যে যিনি তর্পণ করবেন,
সেই ব্যাক্তি মহালয়ার দিন চুল, দাঁড়ি কাটতে পারবেন না।
প্রচলিত মতে বলে মহালয়ার দিনে কোনও শুভ কাজের
সূচনা করতে নেই। এমনকি কোন শুভ কাজের আলোচনাও পর্যন্ত করা উচিত নয়।
মহালয়ার দিনে কেউ যদি আপনার কাছে দান-দক্ষিণা
চায় তবে কখনই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বাড়ির মূল দ্বারে অভুক্ত কিংবা অর্ধভুক্ত
কেউ খাবার চাইতে এলে তাকে খালি পেটে যেতে দেবেন না।
এই দিন মদ্যপান এবং ধূমপানসহ যেকোনও ধরনের
নেশা থেকে বিরত থাকুন।