বাংলায় মহাসমারহে পালন করা হয় দুর্গোৎসব। প্রতি বছরই নিত্য নতুন থিমে সেজে
ওঠে তিলোত্তমার পুজোমন্ডপগুলি। এবারে আরও জাঁকজমক করা হচ্ছে আয়োজন। চলতি বছর এক অনন্য
থিম নিয়ে আস্তে চলেছে কাঁকুড়গাছির যুবকবৃন্দ ক্লাব। তাঁদের এবারের থিম হচ্ছে ‘রূপান্তর’। এই থিমের মাধ্যমে
রূপান্তরকাম, রূপান্তরকামী মানুষরা আমাদেরই মতো, স্বাভাবিক, তাঁরাও যে সমাজেরই অঙ্গ-
সেই বার্তাই দেবেন উদ্যক্তরা।
কাঁকুড়গাছির যুবকবৃন্দের এবারের শিল্পী হলেন সোমনাথ মুখোপাধ্যায়। তাঁর
ভাবনাতেই সেজে উঠছে মন্ডপ। প্রতিমা গড়ছেন শিল্পী পরিমল পাল। চলতি বছর ৯৩ বছরে পা রাখল
এই পুজো। এবারের ভাবনা নিঃসন্দেহে ছক ভাঙা। গোটা থিমে ধরা পড়বে রূপান্তরকামী মানুষের
কথা। আজ নানা বাধার সম্মুখীন হতে হয় এই মানুষগুলোকে। সর্বত্র তাঁরা যেন হাসির খোড়াক,
অচ্ছুৎ। কিন্তু এঁরাও হতে পারে নামি-দামি ব্যক্তিত্ব, গুণিজন। তাই এই পুজো কমিটি সেই
রূপান্তরকামী মানুষদের পাশে দাঁড়িয়ে এই দারুন বার্তা দিতে চলেছে এবারের থিমের মাধ্যমে।
আরও পড়ুন: নতুন নাম নিয়ে ফের ফিরতে চলেছে 'দিদিকে বলো' কর্মসূচি
আরও পড়ুন: এবার থেকে রেস্তরাঁগুলিতে খাবারের তালিকার সঙ্গে খাবার প্রতি ক্যালোরির পরিমাণ লিখতেই হবে, নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের
এই থিমের মুলে রাখা হয়েছে মানবী বন্দ্যোপাধ্যায়কে। এই থিম যে অভিনব শুধু
সেটা নয়, এই থিম সাহসীও বটে! কারণ মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই থাকবে রূপান্তরের ছাপ।
এলইডি টিভি থাকবে মণ্ডপে, যেখানে দেখানো হবে মানবী বন্দ্যোপাধ্যায়ের রূপান্তরের গল্প।
থাকবে আবহ সঙ্গীত। এটা শুধু একটা গল্প নয়, এক অসীম লড়াই, হার না মানা কাহিনি।