তাঁর চোখে
দেখা সর্বকালীন শ্রেষ্ঠ ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। ইনস্টাগ্রাম লাইফে সর্বকালের
সেরা অস্ট্রেলিয়া দল বাছার সময়ে এমনটাই জানালেন অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্ন।
পাশাপাশি ওয়ার্ন এও জানান বিরাট কোহলি শুধু সেই পর্যায়ে পৌঁছনোর চেষ্টায় নিযুক্ত
রেখেছে নিজেকে।
বিশ্ব
ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারের কথায়, “আমার
দেখা সেরা ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডস। আমার কেরিয়ারে যাদের সঙ্গে খেলেছ তাদের
মধ্যে দুই সেরা ক্রিকেটার সচিন (তেন্ডুলকর), (ব্রায়ান) লারা। এখনকার ক্রিকেটে তিন
ফর্ম্যাটেই সেরা ক্রিকেটার বিরাট। তবে ভিভের থেকে কেউ ভাল, সেটা মেনে নেওয়াটা
কঠিন। বিরাট চেষ্টা করছে সেই জায়গায় পৌঁছনোর।” এ দিন
ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ বাছার পাশাপাশি, সর্বকালের সেরা
বিশ্ব একাদশ এবং আইপিএল-এর দল বেছে নেন ওয়ার্ন। চার বছর আইপিএল-এ খেলেছেন ওয়ার্ন।
প্রথম আইপিএল জয়ী রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন ওয়ার্ন।
এ দিন ওয়ার্ন এ-ও জানান,
স্টিভ স্মিথের উপর ফের একবার অধিনায়কত্বের চাপ দেওয়াটা ঠিক হবে না। চাপহীনভাবে ওকে
খেলতে দেওয়া উচিৎ। ওয়ার্ন জানান, এক বছরের নিশেধাজ্ঞা কাটানোর পর দুরন্তভাবে
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছে স্মিথ। প্রাক্তন অধিনায়ক হিসেবে
অস্ট্রেলিয়ার অ্যাসেজ ধরে রাখার লড়াইয়ে গুরত্বপূর্ণ অবদান রেখেছিলেন স্মিথ। তাঁর
কথায়, “টিম পেইন
যদি ব্যাটে রান পায় তাহলে অধিনায়ক হিসেবে ওকেই রাখা উচিৎ হবে। আমি চাই কোনও চাপের
মধ্যে না থেকে খোলা মনে স্মিথকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হোক।” ওয়ার্নার এ-ও জানিয়েছে, স্মিথ, কেন উইলিয়ামসন এবং কোহলি-এই মুহূর্তে
বিশ্বের সেরা তিন ব্যাটসম্যান।