ফেডেরারে বিরুদ্ধে খেলে সারা জাগিয়েছিলেন সুমিত লাগাল। আধুনিক টেনিসের কিংবদন্তিও
ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতের এই বিস্ময় প্রতিভার। এরপর যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম
ম্যাচে জয় দিয়ে শুরু করেছিলেন তিনি। এতেই উড়েছিল প্রত্যাশার ফানুস।
কিন্তু দ্বিতীয় রাউন্ডেই সুমিতের বিরুদ্ধে বর্তমান ক্রীড়া বিশ্বের অন্যতম
তারকা ডোমিনিক থিয়েম। চলতি বছরে অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে উঠেছিলেন ডোমিনিক। স্বভাবতই
তিনি যে তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে হোমওয়ার্ক করেই কোর্টে নামবেন তা বলাই বাহুল্য।
সুমিতের খেলার ভিডিও দেখে তিনি বুঝেছিলেন, এই তরুণ টেনিস খেলোয়াড়ের ফোরহ্যান্ড বেশ
বেগ দিতে পারে তাঁকে। তাই ফোরহ্যান্ডের বিরুদ্ধে আলাদা করে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন
থিয়েম।
ভারতীয় এই উদীয়মান টেনিস তারকা হারলেন অস্ট্রেলিয়ার ডমিনিক থিয়েমের কাছে
স্ট্রেট সেটে ৩-৬, ৩-৬, ২-৬ সেটে। সুমিত যে স্ট্রেত সেটে পরাস্ত হবেন তা অনেকেই ধারণা
করতে পারেননি। এদিনই ছিল আবার থিয়েমের জন্মদিন। তাই প্রতিপক্ষকে হারিয়ে তিনি জন্মদিনটা
ভালোই কাটালেন তা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৩ সালের পর প্রথম ভারতীয় হিসাবে যুক্তরাষ্ট্র
ওপেনের মূল রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন ২৩ বছরের সুমিত। এর আগে জয় পেয়েছিলেন
সোমদেব দেববর্মন।