অবশেষে মাঠে বল গড়াল। শুরু হয়েছে একটি টুর্নামেন্টও। করোনা আবহে যা অল্প
হলেও স্বস্তি যোগাচ্ছে বিশ্ব ক্রীড়ামহলকে।
এটিপি বা ডব্লুটিএ কোনও প্রতিযোগিতার আয়োজন না করলেও সম্প্রতি জার্মানিতে
একটি টেনিস টুর্নামেন্টের আসর বসেছে। 'টেনিস পয়েন্ট এক্সিবিসন সিরিজ'এ ইতিমধ্যে নির্বিঘ্নে
সম্পন্ন হয়েছে একাধিক ম্যাচ। আটজন প্রতিযোগীকে নিয়ে ম্যাচগুলি চলছে বেস টেনিস সেন্টারে।
অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম নাম ডাস্টি ব্রাউন।
বর্তমান টেনিস বিশ্বে খুব একটা বড় নাম নন ডাস্টি ব্রাউন। তবে ২০১৫ সালে
রাফায়েল নাদালকে পরাস্ত করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর আনঅর্থডক্স খেলার ধরণ কাঁপ
ধরিয়েছে বহু তাবড় খেলোয়াড়ের পারফরম্যান্সে। তবে ধারাবাহিকতার অভাবে তিনি এখন বিশ্ব
টেনিস ক্রম তালিকার ৬৪ নম্বরে। তবে এই পরিস্থিতিতেও তিনি যে কোর্টে ফিরেছেন সেটাই এখন
বড় খবর। পরপর দু'টি ম্যাচে জয়ও পেয়েছেন।
গোটা বিশ্বে যখন ক্রীড়ামহল কার্যত স্তব্ধ, তখন ম্যাচ খেলে স্বভাবতই বাঁচার
অক্সিজেন পেয়েছেন ডাস্টিন। তাঁর কথায়, "অবশেষে খেলতে পেরে খুব ভাল লাগছে। বাড়ির
বাইরে বেড়িয়ে সময় কাটাতে পাড়া এবং লোকজনজনের সঙ্গে কথা বলতে পেরেও স্বস্তি দিচ্ছে।
স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত নিয়ম পালন করেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে
প্রত্যেকে খুব ভাল কাজ করছি একসঙ্গে মিলে।"