টেনিস বিশ্বে ক্লে কোর্টের সম্রাট বলেই পরিচিত তিনি। তাই খুব স্বাভাবিকভাবেই
ফরাসি ওপেনে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামার কথা তাঁর। হলও ঠিক সেটাই। প্রথম রাউন্ডের
ম্যাচে প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিয়ে রাফায়েল নাদাল জানান দিলেন, ক্লে কোর্টের এই গ্র্যান্ড
স্লাম যুদ্ধে চ্যাম্পিয়ন হতেই এসেছেন তিনি।
বেলারুশের ইগর গেরাসিমোভকে স্ট্রেট সেটে হারালেন স্প্যানিশ সেনসেশন। ম্যাচের
ফলাফল ৬-৪, ৬-৪ ও ৬-২।
জয়ের পর উচ্ছ্বসিত রাফা বলেন, ‘‘আমি আবার কোর্টে ফিরতে পেরে সত্যিই খুশি।
এখানে উপস্থিত থাকার জন্য (সর্বাধিক ১০০০) দর্শকদের ধন্যবাদ। আশা করি পরের বছর স্বাভাবিক
অবস্থায় ফিরে আসবে এবং আমি অনেক দর্শকের সামনে খেলব।’’
সর্বশেষ গ্র্যান্ড স্লাম ইভেন্ট ইউএস ওপেনে ছিলেন না নাদাল। তবে ফিরেছেন
প্রিয় কোর্টে। চোটের কারণে এবারের ফরাসি ওপেনে অংশ নেননি সুইজারল্যান্ডের কিংবদন্তি
রজার ফেডেরার। আর সেই সুযোগে ফেডেক্সকে ছুঁয়ে ফেলার হাতছানি রয়েছে নাদালের সামনে। ফ্রেঞ্চ
ওপেন জিতলেই ফেডেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি ছুঁয়ে ফেলবেন এই স্প্যানিশ
তারকা।
দিনের অপর ম্যাচে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম জয় পেয়েছেন মারিন কিলিচের বিপক্ষে।
৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে তিনি হারিয়েছেন এই ক্রোয়েশিয়ানকে। এছাড়া প্রথম রাউন্ডের বাধা টপকেছেন
আলেজান্দ্রো জাভরেভ, কেই নিশিকোরির মতো তারকারাও। তবে ফরাসি ওপেনের শুরুতেই ঘটে গিয়েছে
ইন্দ্রপতন। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ছিটকে গিয়েছেন প্রথম রাউন্ড থেকেই।
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। স্বদেশী ক্রিস্টি
আহনের বিপক্ষে ৭-৬ ও ৬-০ গেমে জয় পান বিশ্বের ৬ নম্বর বাছাই এই তারকা। আজ অর্থাৎ মঙ্গলবার
কোর্টে নামবেন প্রতিযোগিতার অন্যতম ফেভারিট নোভাক জকোভিচ।