ফরাসি ওপেনটা এবার নিজের নামে করতে যেন বদ্ধপরিকর রাফায়েল নাদাল। সেই লক্ষ্যে
এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য মনে হয়েছে ক্লে কোর্টের সম্রাটকে। তৃতীয় রাউন্ডের ম্যাচেও
স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে আরও একধাপ এগিয়ে গেলেন রাফা।
স্তেফানো ত্রাভাগলিয়াকে ৬-১, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন
১২ বারের রোলাঁ গ্যারো চ্যাম্পিয়ন। পাশাপাশি এখনও পর্যন্ত ক্লে কোর্টের এই টুর্নামেন্টের
চলতি আসরে একটি সেটেও হারের মুখ দেখতে হয়নি ৩৪ বছর বয়সী নাদালকে। সুইস কিংবদন্তি রজার
ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডকে ছোঁয়ার হাতছানি রয়েছে এই বাঁহাতি স্প্যানিয়ার্ডের
সামনে। আর সেই লক্ষ্য পূরণে চতুর্থ রাউন্ডে নাদালকে টপকাতে হবে যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান
কোর্ডা’র বাধা।
এদিকে, চতুর্থ রাউন্ডে উঠেছেন ইউএস ওপেন জয়ী ডমিনিক থিয়েম। এই অস্ট্রিয়ান
তারকা ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন নরওয়ের কাস্পের রুদকে। মহিলাদের সিঙ্গলসে শেষ ষোলো
নিশ্চিত করেছেন সিমোনা হালেপ। শীর্ষ বাছাই এই রোমানিয়ান তারকা ৬-০, ৬-১ গেমে উড়িয়ে
দিয়েছেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে।