অবসর ঘোষণা করলেন অর্জুন পুরস্কার জয়ী বাংলা টিটি’র কিংবদন্তি পৌলমী ঘটক। ৩৭ বছর বয়সে বিদায় জানালেন টেবল টেনিস’কে। ভারতের হয়ে ২০১০ কমনওয়েলথ গেমসে রূপো জেতা পৌলমী তরুণ টিটি
খেলোয়াড়দের কাছে আইডল।
২০১০ কমনওয়েলথ-এ রূপো জেতার পাশাপাশি ২০০৬ সাফ গেমসে
মহিলাদের ডবলসে সোনা জেতেন। একই বছর ইউএস ওপেনে রূপো জেতেন পৌলমী। ২০০৭ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে
তিনি জেতেন ব্রোঞ্জ। ২০০৫ এবং ২০০৬ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যথাক্রমে ব্রোঞ্জ এবং সোনা
জেতেন তিনি।
২০০৬ এবং ২০০৭ ন্যাশনাল চ্যাম্পিনশিপ (সিঙ্গেলস) যাথাক্রমে
রূপো এবং সোনা জেতেন বাংলার এই প্রতিভা। পেশাদার টিটি থেকে সরে যাওয়ার কারণ হিসেবে
পৌলমী তুলে ধরেছেন চোট এবং অফিসে বাড়তে থাকা চাপকে। তিনি বলেন, “অফিসে চাপ বাড়ছে
প্রচণ্ড। এ ছাড়া আমার চোটও ভোগাচ্ছে। আমি মনে করি এটাই জায়গা ছেড়ে দেওয়ার সঠিক সময়।
দেশের থেকে অনেক কিছু আমি পেয়েছে। টিটি আমাকে মানুষের ভালবাসা দিয়েছে। আমি কৃতজ্ঞ আমার
ফ্যানেদের কাছে।” টিটি থেকে অবসর নিলেও
কোচ হিসেবে এই খেলার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন পৌলমী।