টুর্নামেন্টের শুরুতেই চোটের জন্য ছিটকে গিয়েছে সেরেনা উইলিয়ামস। জয় দিয়ে
ফরাসি ওপেন শুরু করেছিলেন আমেরিকার এই মহিলা টেনিস তারকা। কিন্তু চোটের জন্য দ্বিতীয়
ম্যাচে কোর্টে নামতে পারেননি তিনি। এছাড়া পেত্রা কিতোভা, সিমোনা হালেপ, গারবিনে মুগুরুজা’র
মতো তারকা টেনিস খেলোয়াড়রাও টুর্নামেন্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেই হারিয়ে ফেলেন।
একে একে সকলেই বিদায় নেন রোলাঁ গ্যারো থেকে। ফলে শনিবার নতুন রানী পেতে চলেছে ফ্রেঞ্চ
ওপেন।
বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ফাইনালে উঠলেন
যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন এবং পোল্যান্ডের ইগা শিয়নটেক। দু’জনেই সেমিফাইনালে নিজেদের
ম্যাচে জয় পেয়েছেন স্ট্রেট সেটে। এই প্রথমবার ফরাসি ট্রফি জয়ের যুদ্ধে নামবেন কেনিন
এবং শিয়নটেক।
এদিন প্রতিযোগিতার চতুর্থ বাছাই কেনিনের শেষ চারে প্রতিপক্ষ ছিলেন অভিজ্ঞ
পেত্রা কেভিতোভা। টুর্নামেন্টের সপ্তম বাছাই কিতোভার বিরুদ্ধে ৬-৪, ৭-৫ স্ট্রেট সেটে
ম্যাচ জিতে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌছলেন কেনিন। প্রথমটি অবশ্য
এই বছরই খেলেছিলেন এবং চ্যাম্পিয়নও হয়েছিলেন। ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জিতেছিলেন
২১ বছর বয়সী এই আমেরিকান।
অন্যদিকে, অবাছাই শিয়নটেক ৬-২, ৬-১ সেটে হারান আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কাকে।
ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের কোয়ালিফায়ার থেকে সেমিফাইনালে পৌঁছনো
পোদোরোস্কা দাঁড়াতেই পারেননি শিয়নটেকের সামনে। এক ঘণ্টারও কম সময় ম্যাচ জিতে ফাইনাল
নিশ্চিত করেন পোলিশ তারকা। পোল্যান্ডের দ্বিতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে দীর্ঘ ৮১
বছর পর ফরাসি ওপেনের ফাইনালে পৌছলেন তিনি। এর আগে ১৯৩৯ সালে ফাইনাল খেলেছিলেন ইয়াডভিগা
ইয়েনডেয়োভস্কা।