অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে মরশুম শুরু
হলেও করোনা আতঙ্কে এখন সবেতেই অনিশ্চয়তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এই
প্রথমবার বাতিল হয়ে গিয়েছে উইম্বলডন। এবার কি পালা ফরাসি ওপেনের!
পরিস্থিতির কথা বিচার করে আগেই
পিছিয়ে দেওয়া হয়েছিল ফরাসি ওপেনের নির্ধারিত তারিখ। সেপ্টেম্বরে ঠিক করা হয়েছিল
পরিবর্তিত দিন। সেই অনুযায়ী টেনিস অনুরাগীদের অনেকে অগ্রিম টিকিটও কেটে রেখেছিলেন।
কিন্তু করোনা পরিস্থিতি এখনও সেরে না ওঠায় চিন্তার ভাঁজ পড়েছে আয়োজকদের কপালে। তাই
ইতিমধ্যে টিকিটের দাম ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
টুর্নামেন্ট শুরু হলেও তা যে দর্শক ভর্তি গ্যালারিতে করা হবে না, তা অনুমান করা হচ্ছে।
ফরাসি ওপেন কর্তৃপক্ষের
পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "করোনা ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি স্বাস্থ্যের
পক্ষে একেবারেই উপাদেয় নয়। তাই সকলকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতা শুরু করা এই মুহূর্তে
সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। অংশীদারদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বরের শেষে
টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করা হলেও আপাতত পরিস্থিতির উপর নজর রাখছি আমরা।"