জয়ের ধারা বজায় রাখলেন নোভাক জকোভিচ। ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডের বাধা টপকালেন
বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। কলম্বিয়ার এলাহি গালানকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে
চতুর্থ রাউন্ডে উঠলেন জোকার। ম্যাচের ফলাফল ৬-০, ৬-৩, ৬-২।
এবারের ফ্রেঞ্চ ওপেনে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছেন সার্বিয়ান সুপারস্টার।
১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জকোভিচ চলতি আসরে এখনও পর্যন্ত একটি সেটেও হারের মুখ
দেখেননি। পাশাপাশি এই নিয়ে টানা ১১ বার রোলাঁ গ্যারোয় শেষ ষোলোয় উঠলেন জোকার।
তবে ফরাসি ওপেনে মাত্র একবারই খেতাব জিতেছেন জকোভিচ, ২০১৬ সালে। কোয়ার্টার
ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে তাঁকে মুখোমুখি হতে হবে প্রতিযোগিতার ১৫তম বাছাই রাশিয়ার
কারেন কাচানোভের। দু’বছর আগে প্যারিস মাস্টার্সের ফাইনালে কাচানোভের কাছে হেরেছিলেন
জকোভিচ। ফলে চতুর্থ রাউন্ডের বাধা টপকানো হয়তো তাঁর পক্ষে খুব সহজ হবে না।
এদিকে, চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই বেলজিয়াম
তারকা আলেকজান্ডার জাভরেভ। তৃতীয় রাউন্ডে তিনি ৬-১, ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির
মার্কো চেকিনাতোকে। শেষ ষোলোতেও জাভরেভের প্রতিপক্ষ আর এক ইতালিয়ান। কোয়ার্টার ফাইনালে
ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন ইয়ানিক সিনারের।