সিডনিতে তৃতীয় টেস্ট ঘিরে অনিশ্চয়তা। করোনার জেরে বাতিল হয়ে যেতে পারে
তৃতীয় টেস্ট এমনটাই খবর অজি ক্রিকেট বোর্ড সূত্রে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই
করোনার প্রকোপ বাড়তে শুরু করে দিয়েছে সিডনিতে। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে অজি প্রশাসন।
এর আগে সিডনিতেই সমর্থকরা সামাজিক দূরত্ব বিধি না মানায় অজি ক্রিকেট বোর্ডের দৃষ্টি
আকর্ষণ করে অজি সরকার। কিন্তু তার পরেও একই ছবি ধরা পড়ে সব ম্যাচে।
এবার ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায অনিশ্চয়তা দেখা দিয়েছে। মনে করা
হচ্ছে তৃতীয় টেস্টের সমর্থকদের প্রবেশাধিকার বন্ধ করে দিতে পারে অজি প্রশাসন। সেক্ষেত্রে
ফাঁকা মাঠে খেলতে হবে বিরাটদের। সিডনিতে করোনার প্রকোপ ফের ধরা পড়লেও দুই দলের ক্রিকেটাররা
সুরক্ষিত রয়েছেন। এমনকী দুই দলের জৈব সুরক্ষা বলয় আরও আঁটসাঁট করা হয়েছে। সেই সঙ্গে
তৃতীয় টেস্টের জন্য বিকল্প ভেনু দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে
বক্সিং ডে টেস্টের পরের টেস্টও মেলবোর্নে হতে পারে। তবে সবকিছু নির্ভর করবে অজি প্রশাসনের
ওপর।
এই নিয়ে অজি ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘আমরা এই পরিস্থিতির উপর
নজর রাখছি। এটা সত্যি খুব চিন্তার ব্যাপার। আমরা প্রশাসনকে সবরকম ভাবে সাহায্য করতে
প্রস্তুত। আশা করছি আর কয়েক দিনের মধ্যেই এই ব্যপারটা পরিষ্কার হযে যাবে। যদি সিডনিতে
খেলা না হয় তাহলে বিকল্প ভেনু ঠিক করা হবে। ক্রিকেটারদের সব রকম সুরক্ষার কথা মাথায়
রেখে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
এরই মধ্যে ধারাভাষ্যের দাযিত্বে থাকা বেশ কিছু ক্রিকেটারকে বাড়ি পাঠিযে
দেওয়ার ব্যবস্থা শুরু করল ম্যাচ সম্প্রচারকারী সংস্থা। ইতিমধ্যেই বাড়ি পাঠিযে দেওয়া
হয়েছে প্রাক্তন অজি পেসার ব্রেট লিকে। প্রাক্তন ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।