দিল্লির ক্লাব সুদেবা এফসিকে হারিয়ে চলতি আই লিগের
শুরুটা দারুণ করেছে মহামেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে
ময়দানের অপর প্রধান জয় পেয়েছে ১-০ গোলে। ফলে এই মুহূর্তে দলের ফুটবলারদের
আত্মবিশ্বাস তুঙ্গে। এরকম অবস্থায় বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে চার্চিল
ব্রাদার্সের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড।
এবারের আই লিগে নেই ময়দানের অপর দুই প্রধান
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ফলে আই লিগের বাংলার ফুটবলের যাবতীয় আবেগ এই মহামেডানকে
ঘিরেই। এটা বেশ ভালো করেই জানেন সাদা-কালো কোচ হোসে হেভিয়া। বৃহস্পতিবার নিজেদের
মাঠে চার্চিল ম্যাচের প্রস্তুতি সারে মহামেডান। অনুশীলন শেষে স্প্যানিশ কোচ বলেন, ‘জয় সবসময়ই ভালো। জিতলে ফুটবলারদেরও আত্মবিশ্বাস
বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে, জিতব কীভাবে? আমাদের চেষ্টা করতে হবে জেতার এবং সেইসঙ্গে সমস্ত ভুল শুধরে নিতে
হবে। ফুটবলাররা যাতে নিজেদের মধ্যে বেশি করে কথাবার্তা বলে খেলে, সেদিকে নজর দিতে হবে।’
হেভিয়া আরও বলেন, ‘আমরা শুধু চার্চিল ম্যাচের দিকেই ফোকাস করছি। এই
ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। তবে এটা মেনে নিচ্ছি যে আমাদের এখনও
অনেক উন্নতি করতে হবে।’ চার্চিল ব্রাদার্সকে সমীহ করলেও, এই ম্যাচে জয়ের জন্যই নামবে মহামেডান। একথা
পরিষ্কার জানিয়ে দিলেন সাদা-কালো কোচ।
আই লিগের প্রথম ম্যাচে নামার আগে লাইমলাইটে ছিলেন
বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া। তবে সুদেবার বিরুদ্ধে গোল পাননি তিনি। এই ম্যাচে
ভারতের প্রথম গোল পেতে মরিয়া পড়শি দেশের ফুটবলার। সেইসঙ্গে মহামেডান অধিনায়ক
কিংসলে ভাল ফলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এই ডিফেন্ডার বলেন, ‘এই ম্যাচের গুরুত্ব আমাদের সকলেরই জানা। সুদেবার
বিরুদ্ধে আমরা যেরকম খেলেছি, চার্চিলের
সঙ্গে তার থেকে অনেক বেশি ভালো পারফর্ম করার চেষ্টা করল। তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা সবরকম চেষ্টা করব।
সমর্থকদের মুখে হাসি ফোটানোই আমাদের একমাত্র লক্ষ্য।’
দলে চোট আঘাতের কোন সমস্যা না
থাকায় মহামেডানের প্রথম একাদশে পরিবর্তনের কোন সম্ভবনা নেই।