মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারের পর নড়েচড়ে বসেছে এটিকে মোহনবাগানের কর্মকর্তারা।
ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে দলে কিছু পরিবর্তনের। আর এই তালিকায় প্রথম নামটি হল ব্র্যাড
ইনম্যান। স্কটিশ ফুটবলারের পারফরম্যান্সে একেবারেই খুশি নন বাগান হেডস্যার অ্যান্টোনিও
হাবাস। খুব শীঘ্রই তাঁকে ছেঁটে ফেলা হবে বলে খবর। স্কটল্যান্ডের জাতীয় দলের ফুটবলার
ইনম্যানের পরিবর্ত হিসাবে আপাতত দুটি নাম ঘোরাফেরা করছে শীর্ষ কর্তাদের মাথায়। প্রথমজন
৩৩ বছর বয়সী মরোক্কান উইঙ্গার নরডিন আমরাবত। মরক্কোর জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ
খেলার পাশাপাশি পিএসভি, গালাতাসারের মতো নামী ক্লাবের হয়েও মাঠে নেমেছেন নরডিন। দ্বিতীয়জন
হলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের উইঙ্গার জেমস ট্রোইস। নিউক্যাসেল ইউনাইটেড, জুভেন্তাসের
মতো প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩২ বছরের এই উইঙ্গারের।
অন্যদিকে, আইএসএলের শুরু বেশ ভালোই করেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড। কিন্তু টুর্নামেন্টের
বয়স বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ছন্দ পতন ঘটে দলের। গত ম্যাচে বেঙ্গালুরু বিরুদ্ধে এগিয়ে
থেকেও পয়েন্ট খোয়াতে হয় হাইল্যান্ডার্সকে। তার জেরে এবার চাকরি খোয়ালেন নর্থ-ইস্ট কোচ
জেরার্ড নুস। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘কোচের সঙ্গে স্ট্র্যাটেজি ও দর্শন
গত দিক থেকে বনিবনা না হওয়ায় জেরার্ড নুসের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে
ক্লাব।’ জানা গিয়েছে, মরশুমের বাকি সময়ের জন্য পাহাড়ি দলটির দায়িত্ব সামলাবেন খালিদ
জামিল। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো বড় দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে খালিদের। এই
মুহূর্তে বিদেশি কোচ নিয়োগ করলে কোয়ারান্টাইনেরও সমস্যা রয়েছে। ফলে কোনও ভারতীয় কোচের
হাতেই দলকে তুলে দেওয়া শ্রেয় বলে মনে করল ক্লাব কর্তৃপক্ষ।