করোনা ভাইরাস যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফ্রান্সের ক্লাব
পিএসজির। নেইমার-এমবাপ্পেরাও সাম্প্রতিক অতীত আক্রান্ত হয়েছিলেন এই মারণ ভাইরাসে।
এবার কোভিডের কবলে পিএসজির নয়া কোচ মাউরিসিও পচেত্তিনো। যার ফলে ফ্রান্সের লিগ
ওয়ানে আসন্ন দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।
৪৮ বছর বয়সী কোচ পিএসজির দায়িত্ব নেন চলতি মাসের শুরুতে।
পার্ক দে প্রিন্সেসে আসার মাত্র ১১ দিন ও তৃতীয় ম্যাচেই ফরাসি জায়ান্টদের খেতাব
এনে দেন তিনি। বুধবার মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ জেতে পিএসজি। শনিবার লিগ
ওয়ানে অ্যাঙ্গার্সের মুখোমুখি হবেন নেইমাররা। এরপর ২২ জানুয়ারি লিগে পিএসজির
প্রতিপক্ষ মঁপেলিয়া। করোনায় আক্রান্ত হওয়ায় এই দুটি ম্যাচেই ডাগআউটে বসতে পারবেন
না আর্জেন্টাইন কোচ।
পিএসজি এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য
প্রোটোকল মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তাঁর পরিবর্তে পরবর্তী দুটি ম্যাচে
দায়িত্ব পালন করবেন সহকারি কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’অগাস্টিনো।
এস্প্যানিওল ও আর্জেন্টিনার প্রাক্তন সেন্টার-ব্যাক
খেলোয়াড়ি জীবনে দুই বছর পিএসজিতেও খেলেছেন। এস্প্যানিওলের দায়িত্ব নিয়ে কোচিং
কেরিয়ার শুরু করেন তিনি। এরপর সাউদাম্পটন ও টটেনহ্যামের দায়িত্ব পালন করেন
পচেত্তিনো। তবে স্পারদের চারকি খোয়ানোর পর কোনও দলের দায়িত্বে ছিলেন না তিনি।
প্যারিস থেকে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে পিএসজির
হটসিটে বসেন পচেত্তিনো।