মাঠে ফিরেই বাজিমাত করলেন নেইমার। চোট সারিয়ে বুধবার ফের
পিএসজির জার্সি গায়ে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা। চলতি বছরে এটাই প্রথম ম্যাচ
খেললেন তিনি। মাঠে নেমেই গোল পেলেন নেইমার। সেইসঙ্গে ফ্রেঞ্চ সুপার কাপে
চ্যাম্পিয়ন করলেন দলকে।
ঘরের মাঠে অলিম্পিক মার্সেইয়ের বিরুদ্ধে সুপার কাপের
ফাইনালে ২-১ গোলে জয় পায় প্যারিস জায়ান্টরা। ম্যানেজার হিসাবে পিএসজি অধ্যায়ের
শুরু করার পর তৃতীয় ম্যাচেই প্রথম খেতাব জয় করলেন মাউরিসিও পচেত্তিনো। গত মরশুমের
লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি এবং রানার্স আপ অলিম্পিক মার্সেই সুপার কাপের ফাইনাল
খেলার সুযোগ পায়। সেখানে চ্যাম্পিয়ন হয় পিএসজি।
গত ১৪ ডিসেম্বর অলিম্পিক লিঁওর বিরুদ্ধে চোট পেয়ে চোখের
জলে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর দীর্ঘ এক মাস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন
তিনি। অবশেষে ফিরলেন এবং স্মরণীয় করে রাখলেন কামব্যাক ম্যাচটি।
নেইমার মাঠে নামার আগেই অবশ্য পিএসজিকে ১-০ ব্যবধানে এগিয়ে
যায়। আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরি ইকার্দি ম্যাচের ৩৯ মিনিটে দলের হয়ে প্রথম
গোলটি করেন। ম্যাচের ৬৫ মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মিনিট
কুড়ির মধ্যেই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান
সুপারস্টার। তবে খেলা শেষের মাত্র মিনিট খানেক আগে দিমিত্রি পায়েত মার্সেইয়ের হয়ে
একটি গোল শোধ করেন।