আই লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না মহামেডান।
সুদেভা এফসিকে হারানোর পরে থমকে গেল সাদা-কালো শিবিরের বিজয়-রথ। চার্চিল
ব্রাদার্সের বিরুদ্ধে ০-০ ফলে ড্র করল হোসে হেভিয়ার দল।
শক্তিশালী চার্চিলের বিরুদ্ধে হেভিযার দল কেমন ফুটবল খেলে
তা দেখার অপেক্ষায় ছিল সকলেই। প্রথমার্ধে অবশ্য নিজেদের সেই ভাবে মেলে ধরতে পারেনি
সাদা-কালো ব্রিগেড। বরং চার্চিলের কাছে গুটিয়ে ছিল তারা। ম্যাচের ছয় মিনিটে অবশ্য
সুযোগ পেয়েছিলেন কিংসলে। কর্নার থেকে বাইসাইকেল কিক করেন তিনি। কিন্তু কিংসলের
নেওযা বাই সাইকেল কিক বারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচে আরও একটি সুযোগ পেয়েছিল
মহামেডান। সঞ্জীব ঘোষের দূর পাল্লার শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন চার্চিলের
গোলরক্ষক। মূলত এই দুটো প্রচেষ্টা ছাড়া মহামেডান সেভাবে মেলে ধরতে পারেনি
প্রথমার্ধে। বিরতির সময়ে ম্যাচের ফল গোলশূন্য ছিল।
বিরতির পরে আশা করা গিয়েছিল ম্যাচে প্রবলভাবে ফিরে আসবে
মহামেডান। কিন্তু বিরতির পরেও প্রত্যাশিত ছন্দে মেলে ধরতে পারেনি তারা। বরং
দ্বিতীযার্ধে অনেক আক্রমণাত্মক চার্চিলকে দেখা গিয়েছে। ম্যাচের ছ’মিনিটে
মিরান্ডা’র ক্রস থেকে শট নিয়েছিলেন লুকা। যদিও গোল করতে
পারেননি তিনি। ওই অর্ধে বেশ কয়েটি আক্রমণ শানিয়েল চার্চিল। ম্যাচের শেষের দিকে
মহামেডানকে বেশ সাদা-মাটা লেগেছে। তেমন আক্রমণ তৈরি করতে পারেনি তারা। বরং
চার্চিলের আক্রমণ প্রতিহত করে গিয়েছেন জামালরা। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়
গোলশূণ্য স্কোরলাইনেই।