দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে চমক দিতে চলেছে মহামেডান স্পোর্টিং। পরিকল্পনা
মাফিক সব কিছু এগোলে সাদা-কালো জার্সিতে চলতি আই লিগে দেখা যাবে ২০১৯ আই লিগে ভারতীয়
ক্লাব ফুটবল’কে একার পায়ে কাঁপিয়ে দেওয়া স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো মাঞ্জি’কে।
পেড্রোর পাশাপাশি সাদা-কালো জার্সি গায়ে উঠতে চলেছে মোহনবাগানের প্রাক্তনী
আজহারউদ্দিন মল্লিকের গায়েও। মহামেডান টার্গেট করেছে জন চিডি ’কেও।
দীর্ঘ সাত বছর পর আই লিগের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে মহামেডান। আই লিগের
প্লে-অফে পাঁচ দলের মধ্যে শীর্ষস্থান অর্জন করে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম সেরা
লিগে। শুরুটাও খারাপ করেনি ব্ল্যাক প্যান্থার্স’রা। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মহামেডান
রয়েছে লিগ টেবলের তৃতীয় স্থানে। তবে দলের দুই বিদেশি’কে নিয়ে ক্ষোভ বাড়ছে কলকাতার
অন্যতম প্রধানের সমর্থক মহলে। কোচ জোসে হাভিয়াও খুশি নন ফাতাউ এবং রাফায়েলের পারফরম্যান্সে।
এই কারণেই ছেড়ে দেওয়া হতে চলেছে এই দুই ফুটবলারকে। এ দের পরিবর্তে ভারতে খেলে যাওয়া
২০১৮-১৯ আই লিগে চেন্নাই সিটি এফসি’কে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখা পেড্রো’কে দলে নিতে চাইছে মহামেডান। ওই মরসুমে সোনার বুট জেতা পেড্রো চারটি হ্যাটট্রিক
সহ করেছিলেন ২৩ গোল।
আপফ্রন্টে শুধু একা পেড্রো নন. সাদা-কালোর পুরনো সৈনিক জন চিডি’কেও দেখা
যেতে চলেছে। অন্য দিকে, শেষ পর্যন্ত মহামেডানের
ডাকে সারা দিয়ে কলকাতার দলে ফিরছেন আজহারউদ্দিন মল্লিক। আই লিগ কোয়ালিফায়ারে তিনি প্রতিনিধিত্ব
করেছিলেন বেঙ্গালুরু ইউনাইটেডের। সেখান থেকেই যোগ দেবেন মহামেডানে।