বৃহস্পতিবার রাতে ফুলহামের ঘরের মাঠে শীর্ষ স্থান দখলের
লড়াইয়ে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ক্রাভেন কটেজে শুরুতেই পিছিয়ে পড়ে
রেড ডেলিভস’রা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে ম্যান ইউ
ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে অবনমনের লড়াইয়ে থাকা ফুলহামকে এগিয়ে দেন আদেমোলা
লুকম্যান।
ধারে-ভারে অনেকটাই পিছিয়ে থাকা ফুলহামের দুর্বল রক্ষণ দীর্ঘক্ষণ সেই
লিড ধরে রাখতে পারেনি। ২১ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান এডিনসন কাভানি। একটি
ক্ষেত্রে গোল হলেও প্রথমার্ধে তৈরি হয়েছিল একাধিক গোলের সুযোগ। শেষ পর্যন্ত ম্যাচে
৬৫ মিনিটে পল পোগবার গোলে জয় নিশ্চিত করে গার্নারের দল। এই ম্যাচে জয়ের ফলে ১৯
ম্যাচে ৪০ পয়েন্ট লিগ শীর্ষে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড।
অন্য খেলায়, ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা’র। ঘরের মাঠে ম্যাচ হলেও এগারো নম্বর দলের বিরুদ্ধে প্রায় আটকেই গিয়েছিলেন
কেভিন ডি’ব্রুইন, রড্রি’রা। ম্যাচে ৭৯ মিনিটে বহু প্রতিক্ষিত গোলের দেখা পায় ম্যান সিটি।
গুয়ার্দিওলার দল এগিয়ে যায় বার্নাড সিলভার গোলের সৌজন্যে। ম্যাচের শেষ মিনিটে
পেনাল্টি থেকে গোল করে সিটির পক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেন গুণ্ডগান। শেষ পাঁচ
ম্যাচে পাঁচটিতেই জয় এবং দাপুটে পারফরম্যান্সের উপর ভর করে লেস্টার’কে গোল পার্থক্যে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পেপ-এর ছেলেরা।