বিগত চার বছরে আটবার মুখোমুখি
হয়েছে দুই দল। প্রতিবারই ইন্টার মিলানের বিরুদ্ধে অপরাজিত থেকে মাঠ ছেড়েছে
জুভেন্তাস। এবার পালটে গেল সেই ইতিহাস। সিরি এ লিগে মিলানের ঘরের মাঠে ২-০ গোলে
হারল জুভে। ইন্টারের হয়ে গোল দুটি করেন আর্তুরো ভিদাল ও নিকোলো বারেল্লা।
চলতি মরশুমে লিগে এটি দ্বিতীয় হার
ওল্ড লেডিদের। রবিবার রাতে ম্যাচের শুরু থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে
ইন্টার। প্রথম গোলের দেখা পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ১২
মিনিটে বারেল্লার দুর্দান্ত ক্রস জুভেন্তাসের জালে জড়িয়ে দেন ভিদাল। এর মিনিট
খানেক আগে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও গোলের দেখা পেয়েছিলেন। কিন্তু অফসাইডের
কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি।
ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান
দ্বিগুণ করে ইন্টার। আলেজান্দ্রো বাস্তোনির পাস থেকে গোলটি করেন ম্যাচের সেরা
বারেল্লা। ম্যাচে আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছি মিলানের জায়ান্টরা। কিন্তু গোলের
ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। উল্টোদিকে আন্দ্রে পিরলোর শিষ্যরা এদিন যেন
নিজেদের ছায়া হয়ে ছিলেন। বল পজেশনে এগিয়ে থাকলেও বিপক্ষের গোল লক্ষ্য করে বেশি শট
নিতে পারেননি রোনাল্ডো-মোরাতারা।
জয়ের হ্যাটট্রিক সেরে ইন্টারের
বিরুদ্ধে মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নেমেছিল তুরিনের বুড়িরা। সেখানে ইন্টার মিলান
কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি। তবে দীর্ঘ সময় পর জুভেন্তাসকে
হারিয়ে দ্বিতীয় নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের ঘাড়ে মিঃশ্বাস ফেলতে শুরু করল
ইন্টার। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে
সমান পয়েন্টে শীর্ষে এসি মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্টেই থেকে গেল জুভেন্তাস। লিগ
তালিকার পাঁচে নেমে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।