মরশুমে প্রথম দিকের জড়তা কাটিয়ে
উঠে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম দল
হিসাবে চলতি মরশুমের ইপিএলে টানা পাঁচ জয় ছিনিয়ে নিল সিটিজেনরা। অ্যানফিল্ডে
লিভারপুল-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লড়াই গোলশূন্য ড্র হওয়ার ঘণ্টা খানেক পরে মাঠে
নেমে দুরন্ত জয়ে রেড ডেভিলসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গুয়ার্দিওলার দল।
রবিবার রাতে ঘরের মাঠে জন
স্টোন্সের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। এই জয়ে
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল সিটি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট
৩৫। শীর্ষে থাকা ম্যান ইউ এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে।
প্যালেসের বিপক্ষে পুরো ম্যাচে
ছড়ি ঘুরিয়েছে সিটি। কেভিন ডি ব্রুয়েনের দুর্দান্ত পাস থেকে ২৬ মিনিটে দলকে এগিয়ে
দেন জন স্টোন্স। ২০১৫ সালে ইতিহাদে আসার পর সিটিজেনদের জার্সিতে শততম অ্যাসিস্ট
করলেন বেলজিয়ান তারকা।
স্টোন্স নিজের দ্বিতীয় গোল পান ৬৮
মিনিটে। তার আগে সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইকার গুন্দোগান। ৮৮ মিনিটে
প্যালেসের কফিনে শেষ পেরেকটি পোঁতেন রহিম স্টার্লিং।
অন্যদিকে, রবিবার রাতে
সাম্প্রতিক সময়ে ইপিএলের সবথেকে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যান ইউ এবং
লিভারপুল। কারণ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লক্ষ্য ছিল শীর্ষস্থান ধরে রাখা।
আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল চেয়েছিল ঘরের মাঠে জিতে আবারও শীর্ষস্থান উদ্ধার
করা। লক্ষ্যে সফল ম্যান ইউ। অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল রেড
ডেভিলস। যার ফলে টানা তিন জয়ের পর পয়েন্ট নষ্ট করলেও, ১৮ ম্যাচে ৩৭
পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরেই থাকল ইউনাইটেড। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে জুরগেন
ক্লপের দল নেমে গেল চার নম্বরে। ৩৫ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি।