রঞ্জি আয়োজন করতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠাল সিএবি। মঙ্গলবার
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে চিঠি পাঠায় সিএবি। সেই চিঠিতে ঘরোয়া ক্রিকেটের
মরশুম আয়জন করতে চেয়ে আবেদন জানানো হয়। গত কয়েকদিন দিন আগেই বোর্ড সচিব জয় শাহ ঘরোয়া
ক্রিকেট শুরু করা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। এই বছরের শেষে অথবা পরের বছরের প্রথম
সপ্তাহ থেকে শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট। এবারের ঘরোয়া ক্রিকেট অন্য সব বছরের থেকে
অনেকটাই আলাদা। করোনার ফলে জৈব বলয়ে মাধ্যমে যে কোনও একটি জায়গায় টুর্নামেন্ট আয়োজন
করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরেই নড়েচড়ে বসে সিএবি। মঙ্গলবার রাতেই বোর্ডকে চিঠি
পাঠায় তাঁরা।
বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজন
করে তাক লাগিয়ে দিয়েছে সিএবি। আইপিএলের ধাঁচে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এই টুর্নামেন্ট
আয়োজন করেছেন অভিষেক ডালমিয়ারা। সেই টুর্নামেন্টকে মডেল করেই রঞ্জি-সহ ঘরোয়া ক্রিকেটের
আয়োজন করতে চাইছে সিএবি। বুধবার বিকেলে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে মোহনবাগান বনাম তপন
মেমোরিযালের ম্যাচ দেখতে ইডেনে গিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।