বিশ্বের তাবড় তাবড় প্রতিযোগিতা যখন
বন্ধ,
তখন যেন পথ দেখাচ্ছে ডব্লুডব্লুই। বিশ্বব্যাপী মারণ ভাইরাস করোনা
ছড়িয়ে পড়ার পর বন্ধ করা হয়নি এই বিশেষ অনুষ্ঠানকে। বরং অবস্থা বুঝে নেওয়া হয়েছে
প্রয়োজনীয় ব্যবস্থা। ফাঁকা গ্যালারীতেতেই চলছে একের পর এক ম্যাচ। ঘরে বসে টিভির
পর্দায় মনোরঞ্জিত হচ্ছেন সাধারণ মানুষ তথা দর্শকরা। বর্তমান পরিস্থিতিতে
খেলোয়াড়দের সুরক্ষিত রেখে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের এই ব্যবস্থা নজর কেড়েছে
ক্রীড়া প্রেমীদের।
এই রেসলিং ইন্টারটেইনমেন্ট ইভেন্টের
সবথেকে বড় আয়োজন রেসেলমেনিয়া। যারা ডব্লুডব্লুই দেখেন তারা জানেন এই বিশেষ
অনুষ্ঠানের জৌলুস পৌঁছাতে পারে কোন জায়গায়। ২০২০ সালের রেসেলমেনিয়া হতে পারত আরও আড়ম্বরপূর্ণ।
দ্যা আন্ডারটেকার, 'স্টোনকোল্ড' স্টিভ অস্টিন বা এজ-এর মতো তারকারা অনুষ্ঠানকে কেন্দ্র করে
আগেই হাইপ বাড়িয়েছিলেন কয়েকগুণ। এরই মাঝে বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস।
অন্যান্য ক্রীড়া ইভেন্টের মতো এনারাও
অনায়েসেই ম্যাচ বাতিল করতে পারতেন। কিন্তু তা না করে অভিনব উপায়ে আয়োজিত হল এবারের
রেসেলমেনিয়া। যা সর্বকালের সর্বাধিক দেখা ম্যাচগুলির মধ্যে অন্যতম হিসেবে উঠে
এসেছে রেকর্ড বুকে। লকডাউন থাকাকালীন সাধারণের মনোরঞ্জন করাও সামাজ সেবার থেকে কম
কিছু না। তাই ফ্লোরিডার সরকার ডব্লুডব্লুই-কে দিলে বিশেষ মর্যাদা। অর্থাৎ, চিকিৎসক, দমকলবাহিনী, সব্জি বিক্রেতার মতো জরুরি পরিষেবার সঙ্গে এক সারিতে চলে এল
এই ক্রীড়া ইভেন্ট। যার ফলে আগের মতোই ফের লাইভ হবে এই রেসলিং ম্যাচগুলি।