বেঙ্গল অলিম্পিকের দুই ভাইয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মযদান রীতিমতে
সরগরম হয়ে উঠেছিল। কে জিতবে অজিত বন্দ্যোপাধ্যায় নাকি স্বপন বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন
লোকের মুখে মুখে ঘুরছিল। অবশেষে বাজিমাত করলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। দাদা অজিত
বন্দ্যোপাধ্যায়কে ১৩ ভোটে হারিয়ে দিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল অলিম্পিকের
সভাপতি নির্বাচনে দাদা অজিত বন্দ্যোপাধ্যায পেয়েছেন ২৪ টি ভোট। অন্যদিকে ভাই স্বপন
বন্দ্যোপাধ্যায পেয়েছেন ৩৭ টি ভোট। বেঙ্গল অলিম্পিকের সভাপতি নির্বাচন কে জিতবেন টাই
নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। শেষ পর্বে শেষ হাসি হাসলেন ভাই স্বপনই। শুধু সভাপতি
নয, ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের পুরো প্যানেলই জিতে গিয়েছে। সহ-সভাপতি, সচিব থেকে শুরু
করে কোষাধ্যক্ষ পর্যন্ত সবাই জিতে গিয়েছেন।
দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে ভোটে
হারানোর পরে ভাই বলেন, ‘বেঙ্গল অলিম্পিকের নির্বাচনে এটা ইতিহাস। এর আগে পুরো প্যানেল
কখনই জেতেনি। আমাদের পুরো জয় হয়েছে। এমন জয়ের পরে পুরো অন্যরকম ভাবতে শুরু করে দিয়েছি।
ভালো কাজ করতে চাই। আমার ইচছা রয়েছে একটা স্পোর্টস ভিলেজ তৈরি করা। আমাদের পছন্দের
জায়গাও রয়েছে। সেখানেই স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। বেঙ্গল অলিম্পিক অন্যরকমভাবে
সাজাতে চাই।’ নতুন সভাপতির চোখে রঙিন স্বপ্ন।
সেই স্বপ্ন বাস্তবায়িত করতে মরিয়া তিনি। সাধারণ সচিব নির্বাচিত হয়েছেন জহর দাস। তিনিও
বেঙ্গল অলিম্পিকের উন্নয়নে কাজ করতে চান। ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের প্যানেল জয়লাভ
করার পরে সকলেই মনে করছেন এবার বেঙ্গল অলিম্পিকের কাজে নতুন গতি আসবে। নতুন ভাবে বেঙ্গল
অলিম্পিক সেজে ডঠবে বলে তারা বিশ্বাস করেন।
এক সময় বেঙ্গল অলিম্পিকের সভাপতি নির্বাচন রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছিল।
কার দিকে পাল্লাভারি তা বোঝা যাচিছল না। তবে ধরে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত দাদা অজিত
বন্দ্যোপাধ্যায় জিতবেন। কিন্তু বাজিমাত করলেন ভাই-ই। এখন দেখার বিষয বেঙ্গল অলিম্পিকের
কতখানি উন্নয়ন করতে পারেন।
Eric Jones
Feb 12, 2021 03:58 [IST]Eric Jones
Dec 08, 2020 09:53 [IST]