ফের ছন্দে ফিরতে চাইছে বিশ্ব ক্রীড়া মহল। বিভিন্ন ফুটবল লিগ খেলার ব্যাপারে
বেশ কিছু দিন হল শুরু হয়েছে আলোচনা। এবার সেই কাজে আরও একধাপ এগিয়ে গেল গল্ফ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এদিন সোমবার দ্য হার্ডিং পার্কের
দরজা খোলা হবে বলে জানা গিয়েছে। টানা ৭ সপ্তাহ বন্ধ থাকার পর গল্ফের এই মাঠ খুলছে।
যা নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে খেলার দুনিয়ায় স্বস্তির খবর। স্যান ফ্র্যান্সিসকো
সরকারের পক্ষ থেকে দেওয়া কিছু শর্তের প্রেক্ষিতে খোলা হচ্ছে মাঠ। কারণ আসন্ন আগস্ট
মাসে এখানেই বসতে চলেছে পিজিএ চ্যাম্পিয়নশিপের আসর।
পূর্ব সূচী মোতাবেক প্রতিযোগিতার আসর বসার কথা ছিল মে মাসের ১৪-১৭ তারিখ।
এর বদলে খেলা হবে আগস্টের ৬-৯ তারিখ পর্যন্ত। নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে, প্রত্যেক
খেলোয়াড়ের মধ্যে নুন্যতম ৬ ফুট দুরত্ব মেনে চলা বাধ্যতামূলক। সেই সঙ্গে শুরু থেকে শেষ
পর্যন্ত মেনে চলতে হবে একই পর্যায়ক্রম।