বাইরে অব্যাহত করোনা ভাইরাসের দাপট। তাই ঘরবন্দি সাধারণ মানুষ। কিন্তু ঘরবন্দি
থাকলেও অভ্যাস বা শরীর চালনা বজায় রাখা প্রয়োজন। না হলে সমস্যা হতে পারে শরীরে।
এমতাবস্থায় এই প্রথমবারের জন্য অনলাইনে আয়োজিত হল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। চারটি ক্যারাটে
সংস্থার প্রয়াসে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট।
পাঁচজন বিচারকের উপস্থিতিতে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ থেকে
অংশ নিয়েছিলেন মোট ৮৫ জন প্রতিযোগী। বয়সভিত্তিক এবং ছেলে-মেয়ে আলাদা করে ছ'টি বিভাগে
ভাগ করে চ্যাম্পিয়নশিপের ফরম্যাট সাজানো হয়েছিল। যার মধ্যে পুরস্কৃত করা হবে চারজনকে।
সেরা পারফর্মারকে দেওয়া হবে সোনার পদক, দ্বিতীয় স্থানে থাকা প্রার্থী পাবেন রৌপ্য পদক
এবং দু'জনকে দেওয়া হবে ব্রোঞ্জের পদক। সেই সঙ্গে প্রত্যেককে দেওয়া হবে শংসাপত্রও। এই
প্রতিযোগিতায় ৪টি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পেয়ে প্রথম স্থানে রয়েছে বাংলার
একটি ক্যারাটে সংস্থা।